বিলাল হোসেন, মুন্সিগঞ্জ (শ্যামনগর): শ্যামনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সহকারী খলিলুর রহমানকে কারণ দর্শন নোটিশ দিয়েছে জেলা মাধ্যমিক শিক্ষা অফিস। বিভিন্ন পত্রিকায় ঘুষ নেওয়ার অভিযোগে সংবাদ প্রকাশিত হয়।
মোবাইলের মাধ্যমে ঘুষ নেওয়ার একটা অডিও রেকর্ড প্রকাশ হলে-কি কারণে ঘুষ নেওয়া হল সে বিষয় জানতে চেয়ে ঘুষ গ্রহণকারী খলিলুর রহমানকে গত ২৯ তারিখে জেলা মাধ্যমিক শিক্ষা অফিস থেকে কারণ দর্শনের নোটিশ প্রদান করা হয়েছে। উল্লেখ্য শ্যামনগর উপজেলার সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়ের নি¤œমান সহকারী-কাম কম্পিউটার অপারেটর মো: তৌহিদুর রহমানের কাছ থেকে গত ১৪ আগস্ট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের অফিস সহকারী খলিলুর রহমানের ব্যবহৃত ০১৭১৬১৪৮৭৪১ নং মুঠোফোন থেকে তৌহিদুর রহমানের ফোনে ০১৭৪০৬১৭২৯২ নম্বরে কল করে বলেন, ‘আপনার উচ্চতর স্কেলের ফাইল জেলা শিক্ষা অফিসে অনলাইনে সেন্ট করবো।
উপজেলা মাধ্যমিক স্যার আপনাকে খরচ দিতে বলেছে। খরচ দিলেই ফাইল সেন্ট করবো।’ তৌহিদুর রহমান খরচের কথা জানতে চাইলে তিনি বলেন, আপনি একটা হিসাব মতো দেন। তৌহিদুর তাকে ২ হাজার টাকা খরচ দিতে চাইলে তিনি বলেন, ‘অত কম টাকায় হবে না।’ তৌহিদুর ৩ হাজার টাকা দিতে চাইলে তিনি বলেন, ‘আর একটু বাড়িয়ে দেন।’ তিনি তার মুঠোফোন থেকে তৌহিদুর রহমান-কে ০১৯২৪৩৯৪৯৯৭ নম্বর বিকাশ-এ টাকা দিতে বলেন। তিনি উক্ত বিকাশ নম্বরে সন্ধ্যা ৬.৩৬ মিনিটে ৪০৮০ টাকা পেমেন্ট করেন। খলিলুর রহমান টাকা পেয়ে তার ফাইল সেন্ট করেছেন বলে তাকে জানান।
The post উপজেলা মাধ্যমিক অফিস সহকারী খলিলুরের ঘুষ বিষয় জানতে চেয়ে নোটিশ appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/38wFqRn
No comments:
Post a Comment