কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় সনাতন ধর্মালম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উদযাপিত হয়েছে। উপজেলা ও পৌর পূজা উদযাপন পরিষদের যৌথ আয়োজনে কোভিড-১৯ বিধি মেনে স্বল্প পরিসরে সোমবার সকাল থেকেই বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে শ্রী কৃষ্ণের শুভ আবির্ভাব তিথিতে জন্মাষ্টমী উদযাপন করা হয় বলে জানা গেছে। তুলসীডাঙ্গা গোয়ালঘাটা পূজামন্ডপে অনুষ্ঠিত অনুষ্ঠানের শুরুতেই প্রদীপ প্রজ্জ্বলন, ভজন সংকীর্তন, ভগবাত পাঠ,আলোচনা সভা ও প্রসাদ বিতরণ করা হয়।
সভায়, জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি দিলীপ অধিকারী চান্দুর সভাপতিত্বে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মনোরঞ্জন সাহা,সহ সভাপতি সুনীল কুমার সাহা, হিন্দু,বৌদ্ধ,খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি সিদ্ধেশ্বর চক্রবর্তী, সাধারন সম্পাদক সন্দীপ রায়, ব্রক্ষ্ম হরিদাস ঠাকুর জন্মভিটার সভাপতি অধ্যাপক কার্ত্তীক চন্দ্র মিত্র, সনাতন ধর্মীয় নেতা হরেন্দ্র নাথ রায়, মাস্টার উত্তম পাল, রামপ্রসাদ দত্ত, তপন রায়, মাস্টার উৎপল সাহা, অসীম পাল, উত্তম কুমার ঘোষ, উজ্জ্বল দাশসহ অসংখ্য ভক্তবৃন্দ। সভাটি পরিচালনা করেন পূজা উদযাপন পরিষদের যুগ্ম সম্পাদক সন্তোষ কুমার পাল। সব শেষে ভক্তবৃন্দের মাঝে প্রসাদ বিতরণ করা হয়েছে। এ দিকে, সারা দেশের ন্যায় উপজেলার বিভিন্ন স্থানে সনাতন ধর্মালম্বী পরিবারের পূজার ঘরে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উদযাপিত হয়েছে বলে জানা যায়।
The post কলারোয়ায় ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে জন্মাষ্টমী উদযাপন appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3gKSjfn
No comments:
Post a Comment