সংবাদদাতা: সাতক্ষীরার কলারোয়া থানা পুলিশ অভিযান চালিয়ে ১০৫গ্রাম গাজাসহ দুই নারীকে আটক করেছে। তারা হলো-কলারোয়া পৌর সদরের তুলসীডাঙ্গা গামের হযরত আলীর ছেলে মালেকা বেগম (৪০) ও একই গ্রামের আব্দুল আলিমের স্ত্রী নাজমা বেগম (৪৮)।
রোববার (২৯আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে তাদেরকে পৌর সদরের তুলসীডাঙ্গা টাওয়ারের মোড়ের সামনে রাস্তার উপর থেকে আটক করে থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১০৫ গ্রাম গাজা উদ্ধার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই সাইফুর রহমান ও এএসআই নুরুজ্জামান নাহিদ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান অভিযান পরিচালনা করে তাদের আটক করেন। থানার অফিসার ইনচার্জ মীর খায়রুল কবীর জানান-আটককৃত দুই নারীর বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।
The post কলারোয়ায় ১০৫ গ্রাম গাজাসহ দুই নারী আটক appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3mJDr4S
No comments:
Post a Comment