Friday, August 27, 2021

ভোঁদড় হত্যাকারিকে বনবিভাগের নোটিশ https://ift.tt/eA8V8J

বিলাল হোসেন, মুন্সিগঞ্জ (শ্যামনগর): ভোঁদড় হত্যাকারিকে বনবিভাগের পক্ষ থেকে আইনি নোটিশ দেওয়া হয়েছে।

জানা যায়, ২৫ আগস্ট বিকাল সাড়ে ৫টার সময় শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের কলবাড়ি কালিপদ বর্মনের ছেলে রবীন্দ্রনাথ বর্মন (ঠাকুর) ও শত্রুঘনের ছেলে ঝন্টু বর্মনের পুকুরে বন্যপ্রাণী ভোদড় গেলে জাল দিয়ে ধরে পিটিয়ে হত্যা করে। ২৬ আগস্ট বন্যপ্রাণী ভোঁদড় হত্যার বিষয় জানতে চেয়ে আইনি নোটিশ দেন সাতক্ষীরা রেঞ্জ পশ্চিম বনবিভাগ। বিষয়টি নিশ্চিত করেছেন বনবিভাগের বুড়িগোয়ালীনি স্টেশন কর্মকর্তা সুলতান আহম্মেদ। তিনি বলেন, কি কারণে বন্যপ্রাণী ভোঁদড় হত্যা করল, সে বিষয় জানতে চেয়ে নোটিশ প্রদান করি। ঠাকুর পদ সহ যারা ভোঁদড় হত্যার সাথে জড়িত তারা ও স্থানীয় ইউপি সদস্য আব্দুর রউফকে সঙ্গে নিয়ে শুক্রবার সকালে স্টেশনে হাজির দিয়ে প্রাথমিক পর্যায় ভোঁদড় হত্যার করেছে বলে স্বীকারক্তিমূলক জবানবন্দি দেন। এছাড়া বন্যপ্রাণী সংরক্ষণ অধিদপ্তর থেকে তদন্ত এসে যে ব্যাবস্থা নিতে বলে সেটা করা হবে।

উল্লেখ্য, গত চারদিন আগে ৩৩ বিজিবি সাতক্ষীরার উদ্ধারকৃত বন্যপ্রাণী সুন্দরবনে অবমুক্ত করে। রবিবার দুপুর ২টায় সাতক্ষীরা ৩৩ বিজিবির ব্যাটালিয়ন থেকে উক্ত বন্যপ্রাণী বনবিভাগ সাতক্ষীরা রেঞ্জের কর্মকর্তাদের কাছে সুন্দরবনে অবমুক্ত করার জন্য হস্তান্তর করা হয়। বন্যপ্রাণীর মধ্যে ছিল ২টা ভোঁদড়, ১টি ঈগল ও ৬টা খরগোশ। বুড়িগোয়ালীনি স্টেশন কর্মকর্তা সুলতান আহম্মেদ ও মুন্সীগঞ্জ টহল ফাঁড়ীর ওসি জিয়াউর রহমানের উপস্থিতিতে মালঞ্চ নদীতে অবমুক্ত করা হয়েছিল।

The post ভোঁদড় হত্যাকারিকে বনবিভাগের নোটিশ appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3DqG01m

No comments:

Post a Comment