Friday, August 27, 2021

শ্যামনগরে আইসিভিজিডি ২য় পর্যায় প্রকল্পের অবহিতকরণ সভা https://ift.tt/eA8V8J

বিশ্ব খাদ্য কর্মসূচীর আর্থিক সহায়তা এবং বেসরকারী উন্নয়ন সংস্থা ‘উত্তরণ’ এর সার্বিক সহযোগিতায় ও শ্যামনগর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে ‘ইনভেস্টমেন্ট কম্পোনেন্ট ফর ভালনারেবল গ্রুপ ডেভেলপমেন্ট (আইসিভিজিডি) ২য় পর্যায়’ প্রকল্পের অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শ্যামনগর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারিদ বিন শফিক এর সঞ্চালনায় এবং উপজেলা নির্বাহী অফিসার আ. ন. ম আবুজর গিফারী এর সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত অবহিতকরণ সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য প্রদান করে সভার উদ্বোধনী ঘোষণা করেন জাতীয় সংসদ সদস্য এসএম জগলুল হায়দার। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার তার স্বাগত বক্তব্যের পরে আইসিভিজিডি প্রকল্পের উপর একটি ভিডিও উপস্থাপনা করা হয়।

 

 

পরবর্তীতে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা প্রকল্পের কার্যক্রম এবং প্রকল্প সংশ্লিষ্ট বিভিন্ন স্টেক হোল্ডারদের দায়িত্ব ও ভূমিকা নিয়ে উপস্থাপনা করেন। উপস্থাপনা শেষে মুক্ত আলোচনায় উত্তরন আইসিভিজিডি প্রকল্পের প্রোগ্রাম ম্যানেজার খন্দকার ইয়াছিন প্রকল্পের বিভিন্ন টেকনিক্যাল বিষয় এবং কার্যক্রম নিয়ে আলোচনা করেন। সভায় আইসিভিজিডি প্রকল্পের ৫জন নির্বাচিত সদস্যকে সুবিধাভোগী কার্ড প্রদানের মাধ্যমে শ্যামনগর উপজেলায় প্রকল্পটির উদ্বোধনী ঘোষণা করা হয়েছে। সর্বশেষ বিশেষ অতিথি শ্যামনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম আতাউল হক দোলনের বক্তব্যের মাধ্যমে সভার সমাপনী ঘোষণা করা হয়। প্রেসবিজ্ঞপ্তি

The post শ্যামনগরে আইসিভিজিডি ২য় পর্যায় প্রকল্পের অবহিতকরণ সভা appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2WtcozE

No comments:

Post a Comment