Tuesday, August 31, 2021

মুক্তিযুদ্ধ মন্ত্রীকে মির্জা ফখরুলের চ্যালেঞ্জ https://ift.tt/eA8V8J

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হককে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘দুর্ভাগ্য আমাদের আজ এমন একটি পরিস্থিতি সৃষ্টি হয়েছে যে আওয়ামী লীগের তথাকথিত মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী তিনি আমাদের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সম্পর্কে কটূক্তি করছেন, অন্যায় কটূক্তি করছেন। খুব পরিষ্কার করে বলতে চাই যে আপনি মুক্তিযুদ্ধ করেছিলেন কি না তা প্রমাণ করতে হবে।’

সোমবার (৩০ আগস্ট) রাতে জন্মাষ্টমী উপলক্ষে এক ভার্চুয়াল আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। এতে প্রধান অতিথি হিসেবে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হিন্দু সম্প্রদায়ের প্রতি শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন।

আওয়ামী লীগ মুক্তিযুদ্ধে বিশ্বাস করে না অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, ‘তারা মুক্তিযুদ্ধের চেতনাতেও বিশ্বাস করে না। আওয়ামী লীগ একদলীয় একটি শাসনব্যবস্থা, এক ব্যক্তির একটি শাসনব্যবস্থায় বিশ্বাস করে, সেই লক্ষ্যে তারা কাজ করছে।’

The post মুক্তিযুদ্ধ মন্ত্রীকে মির্জা ফখরুলের চ্যালেঞ্জ appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/38oWmJx

No comments:

Post a Comment