Sunday, August 29, 2021

কাবুল বিমানবন্দরে আবারও হামলার আশঙ্কা https://ift.tt/eA8V8J

কাবুল বিমানবন্দরে আবারও হামলার আশঙ্কার কথা জানালেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বিবৃতিতে আগামী ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে হামলা হতে পারে উল্লেখ করে সেখানে অবস্থানরত মার্কিন সেনাদের দ্রুতই নিজেদের নিরাপত্তা ব্যবস্থা জোরদারের নির্দেশ দিয়েছেন।

মার্কিন সেনারা ইতিমধ্যে কাবুল বিমানবন্দর ছাড়তে শুরু করেছে বলে জানিয়েছে পেন্টাগন। দেশটি থেকে যুক্তরাজ্যের সকল সৈন্য, কূটনীতিক এবং কর্মকর্তাকে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে ডাউনিং স্ট্রিট।

কাবুল বিমানবন্দরে হামলার আশঙ্কা প্রকাশের ১ দিনের মাথায় বৃহস্পতিবার আত্মঘাতী বোমা হামলা ও গুলির ঘটনার ২ দিনের মধ্যে আবারও বিমানবন্দরটিতে হামলার আশঙ্কা দেখা দিয়েছে। এ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট সতর্কতা জারি করে জানিয়েছেন, মার্কিন ড্রোন হামলায় শীর্ষস্থানীয় দুই আইএস জঙ্গি নিহত এবং একজন আহতের ঘটনার প্রতিশোধ নিতে হামলার পরিকল্পনা করেছে আইএস। এসময় বাইডেন আফগানিস্তানে আইএসের বিরুদ্ধে আরও অভিযান চালানোর প্রতিশ্রুতি দেন।

যুক্তরাষ্ট্র ও এর মিত্র দেশগুলো নিজেদের নাগরিক এবং ঝুঁকির মুখে থাকা আফগানদের বিমান যোগে সরিয়ে নেওয়া শুরু করার দুই সপ্তাহ পর শনিবার নিজ সেনাদের সরিয়ে নেওয়া শুরু করল পেন্টাগন। এর মধ্যে বৃহস্পতিবার হামলার পর জার্মানি, স্পেন, ফ্রান্সসহ কয়েকটি দেশ তড়িঘড়ি করে উদ্ধার অভিযান শেষ করে। শনিবার যুক্তরাজ্য ও ইটালিও তাদের উদ্ধার অভিযান শেষ করার ঘোষণা দেয়।

আফগানিস্তানে তালেবান সরকারকে শিগগিরিই স্বীকৃতি দেওয়ার কোনো সম্ভাবনা নেই জানিয়ে যুক্তরাষ্ট্র বলেছে, দেশটি থেকে মার্কিন সেনা সরিয়ে নেওয়ার পর সেখানে মার্কিন কূটনৈতিক মিশন রাখা হবে কিনা, সে বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি।

আফগানিস্তান ইস্যুতে ফোনালাপে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ও জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল দেশটিতে আন্তর্জাতিক সহায়তার ব্যাপারে একমত হয়েছেন। তীব্র খরায় পড়ায় দেশটির জন্য মানবিক সহায়তার আবেদন জানিয়েছে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা। পাকিস্তান এবং ইরান আফগানদের জন্য তাদের সীমান্ত খোলা রাখবে বলে আশা প্রকাশ করেছে জাতিসংঘ শরণার্থী সংস্থা।

বিদেশি সেনারা চলে যাওয়ার পরেও দেশ ছাড়তে চাওয়া আফগানদের জন্য সীমান্ত খোলা রাখার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনায় নেতৃত্ব দেওয়া তালেবান নেতা শের মোহাম্মদ স্ট্যানিকজাই। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে কর্মরত নারীদের কাজে ফেরার আহ্বান জানিয়েছেন তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ।

The post কাবুল বিমানবন্দরে আবারও হামলার আশঙ্কা appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3joqHy9

No comments:

Post a Comment