Sunday, August 29, 2021

খুলনা বিভাগে করোনায় আরও ৯ জনের মৃত্যু: শনাক্তের হার ১৬ শতাংশ https://ift.tt/eA8V8J

পত্রদূত ডেস্ক:  খুলনা বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ২২৬ জনের। এর আগে শনিবার (২৮ আগস্ট) খুলনা বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়। একই সময়ে করোনা শনাক্ত হয়েছিল ১২৪ জনের।

রোববার (২৯ আগস্ট) বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. জসিম উদ্দিন হাওলাদার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ তিন জন করে মৃত্যু হয়েছে খুলনা ও যশোরে। এছাড়া বাগেরহাট, ঝিনাইদাহ ও কুষ্টিয়ায় একজন করে মারা গেছেন।

খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ। করোনা সংক্রমণের শুরু থেকে আজ সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট ১ লাখ ৮ হাজার ৪৮০ জনের শনাক্ত হয়েছে। আক্রান্ত হয়ে মারা গেছেন ২ হাজার ৯৮৯ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯৬ হাজার ৫১১ জন।

খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালের ফোকাল পার্সন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, হাসপাতালে গত ২৪ ঘণ্টায় দুই জনের মৃত্যু হয়েছে। তারা হলেন- খুলনার রূপসার আলী শেখ (৬৫) ও আফজাল হোসেন (৬৫)।

গাজী মেডিকেল হাসপাতালের স্বত্বাধিকারী ডা. গাজী মিজানুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে খুলনা সদরের মোসা. হামিদা খাতুন (৮১) নামে এক রোগীর মৃত্যু হয়েছে।

খুলনা সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, গত ২৪ ঘন্টায় খুলনায় ৪২৪ টি নমুনা পরীক্ষায় ৬৯ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৬ শতাংশ।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সূত্র জানায়, গত ২৪ ঘন্টায় খুলনায় সর্বোচ্চ ৬৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া বাগেরহাটে ১৯ জন, সাতক্ষীরায় ১২ জন, যশোরে ৩৩ জন, নড়াইলে ২০, মাগুরায় ১১ জন, ঝিনাইদহে ২৪ জন, কুষ্টিয়া ১২ জন, চুয়াডাঙ্গায় ১৮ ও মেহেরপুরে ৮ জনের করোনা শনাক্ত হয়েছে।

The post খুলনা বিভাগে করোনায় আরও ৯ জনের মৃত্যু: শনাক্তের হার ১৬ শতাংশ appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3jqxwj2

No comments:

Post a Comment