Monday, August 30, 2021

লতায় চিংড়ি ঘের ব্যবসায়ীকে হত্যার হুমকি https://ift.tt/eA8V8J

কপিলমুনি (খুলনা) প্রতিনিধি: কপিলমুনি পাশে ইউপি লতায় চিংড়ি ঘের ব্যবসায়ী রাজীব রায়কে প্রকাশ্য হত্যার হুমকির অভিযোগ উঠেছে।

 

এ ব্যাপারে ওই ব্যবসায়ী থানায় সাধারণ ডায়েরী করেছেন, যার নং ১৬৫৪। অভিযোগে জানা যায়, উপজেলার লতা ইউনিয়নের গদারডাঙ্গা গ্রামের প্রশান্ত রায়ের ছেলে রাজীব রায়ের সাথে একই এলাকার পুটিমারী গ্রামের দেব বিশ্বাসের ছেলে মৃগাঙ্ক বিশ্বাস ও শ্রীপদ বিশ্বাসের ছেলে দিপায়ন বিশ্বাসের পূর্ব শত্রুতা চলে আসছিলো।

 

২৮ আগস্ট রাতে রাজীব রায়ের গদারডাঙ্গা লিজ ঘেরে গিয়ে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। এর প্রতিবাদ করলে তাকে প্রকাশ্য হত্যার হুমকি দেয়। এ ব্যাপারে মৃগাঙ্ক বিশ্বাস বলেল, এ সবের কিছুই জানিনা, সব মিথ্যা। আমি সাবেক ইউপি চেয়ারম্যান কাজল বিশ্বাসসহ বর্তমান এমপি দল করি বলে বিপদে ফেলার জন্য এ সব করা হয়েছে।

The post লতায় চিংড়ি ঘের ব্যবসায়ীকে হত্যার হুমকি appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3mN6J2m

No comments:

Post a Comment