Sunday, August 29, 2021

কলারোয়ায় চার হত্যা মামলার রায় আজ হচ্ছে না https://ift.tt/eA8V8J

পত্রদূত রিপোর্ট: সাতক্ষীরার কলারোয়া উপজেলার হেলাতলা ইউনিয়নের খলিসা গ্রামে এক পরিবারের চার জনকে হত্যা মামলার রায় আজ হচ্ছে না। বিচারক সাতক্ষীরা দায়রা জজ শেখ মফিজুর রহমান ছুটিতে থাকায় রায়ের দিন পিছিয়ে যাচ্ছে। এর পূর্বে মামলার বাদী ও বিবাদী পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শেষ হওয়ায় দায়রা জজ আদালত রায় ঘোষণার জন্য আজ ২৯ আগস্ট দিন নির্ধারণ করেন। এ মামলার চার্জশিটভুক্ত একমাত্র আসামি নিহত শাহীনুর রহমানের ভাই রায়হানুল ইসলাম কারাগারে রয়েছেন।

মামলার নথি থেকে জানা গেছে, ২০২০ সালের ১৪ অক্টোবর গভীর রাতে কলারোয়ার হেলাতলা ইউনিয়নের খলিসা গ্রামে একই পরিবারের যে চার জনকে গলাকেটে হত্যা করা হয়। তারা হলো- মো. শাহীনুর রহমান (৪০), তাঁর স্ত্রী সাবিনা খাতুন (৩০), ছেলে সিয়াম হোসেন মাহী (১০) ও মেয়ে তাসমিন সুলতানা (৮)। ঘাতক শাহীনুর ইসলামের চার মাসের সন্তান মারিয়া সুলতানাকে অক্ষত অবস্থায় ঘটনাস্থলে রেখে যায়।

তদন্ত শেষে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) জানায়, ওই চার জনকে প্রথমে ঠান্ডা পানীয়র সঙ্গে চেতনানাশক দ্রব্য খাওয়ানো হয়। গভীর রাতে ঘুমের মধ্যে তারা অচেতন হয়ে পড়লে ওই পরিবারের সদস্য রায়হানুল ইসলাম তাঁর ভাই, ভাবি ও তাঁদের দুই সন্তানের পা বেঁধে গলাকেটে হত্যা করেন। পরে ধারালো অস্ত্রটি নিকটস্থ একটি পুকুর থেকে উদ্ধার করে সিআইডি। ঘটনার পর ১৫ অক্টোবর সকালে শাহীনুরের ভাই রায়হানুলকে গ্রেপ্তার করা হয়।

সিআইডির সাতক্ষীরা পুলিশ পরিদর্শক মো. শফিকুল ইসলাম জানান, রায়হানুল একাই চার জনকে গলাকেটে হত্যা করেছে বলে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে ১৬৪ ধারায়ও সেই হত্যার ঘটনা স্বীকার করেন তিনি। এই মামলায় খুব অল্প সময়ের মধ্যে একমাত্র আসামি রায়হানুলের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়।

এই মামলায় ১৮ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়েছে। একজন সাফাই সাক্ষীও দিয়েছেন। দুপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে ঘটনার সাড়ে ১০ মাসের মাথায় আজ রোববার চাঞ্চল্যকর এই মামলার রায় ঘোষণার তারিখ নির্ধারণ করা হয়।

The post কলারোয়ায় চার হত্যা মামলার রায় আজ হচ্ছে না appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3gHeWRS

No comments:

Post a Comment