ফারহানা সুলতানা:
সৈনিক তোমরা সত্যিই দেশের বন্ধু
তোমাদের জন্য দোয়া করছে
তোমাদের স্বজন বন্ধু।
ইউনিফর্ম পরনে রাইফেল কাধে তোমরা শুধু
তোমরাই জানো তোমাদের মনের কী জ্বালা।
সৈনিক তোমাদের কাধে যে দেশ রক্ষার দায়িত্ব।
তাই তো তোমরা ছুটছো নেই তোমাদের রিক্ত,
তোমাদের গোটা পরিবার তোমাদের দিকে তাকিয়ে
তোমাদের দূরে রেখে তোমাদের স্ত্রীও পরিবার নেই সুখে।
রাতে টহল তোমাদের সারারাত জাগা
শীত কী বর্ষা কী নেই তোমাদের রক্ষা
তোমাদের জন্য আমাদের দেশের সুষ্ঠ স্বাধিনতা
সৃষ্টিকর্তার কাছে দোয়া করি সুস্ত থাকো তোমরা।
The post সৈনিক তোমরা সত্যিই দেশের বন্ধু appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/38hrStd
No comments:
Post a Comment