Tuesday, August 31, 2021

চাম্পাফুলে এসও’র নির্দেশে ভূমিহীন জাহানারার নির্মিত পাকাবাড়ি গুড়িয়ে দেওয়ার অভিযোগ https://ift.tt/eA8V8J

বিশেষ প্রতিনিধি: পানি উন্নয়ন বোর্ডের আওতায় বেড়িবাঁধের উপর হাজার হাজার মানুষ কাচা পাকা ঘর বাড়ি বেঁধে ব্যবসা আর বসবাস করলেও জায়গা হয়নি ভূমিহীন জাহানারা বেগমের। পাউবোর মাত্র এক শতক জমির উপর নির্মিত জানালা পর্যন্ত গাঁথা ঘর দিন দুপুরে ভেঙে গুড়িয়ে দিল পাউবো-১ এর এসও আব্দুল খালেকের নির্দেশে দফাদার চৌকিদার ও স্থানীয় প্রতিপক্ষরা।

বছরের পর বছর অর্জিত অর্থ নিমিষেই গুড়িয়ে দিলেও প্রতিবাদ করেনি কেউ। অথচ ভেঙে ফেলা বাড়িটির পাশেই পাউবোর জায়গায় নির্মিত পাকা বাড়ি দাঁড়িয়ে থাকলেও সেই বাড়িগুলো দেখতে পায়নি এসও। চাঞ্চল্যকর ঘটনাটি সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার চাম্পাফুল ইউনিয়নের বারদহা গ্রামের। নির্যাতিত জাহানারা বেগম বলেন, ২০-২৫ বছর আগে স্বামী মারা গেছে।

 

একমাত্র ছেলে আবু সাদেক ও একমাত্র মেয়ে আফরোজাকে নিয়েই জাহানারার সংসার। সকলেই দিন মজুরী করেই তাদের সংসার চলে। মেয়েটি ইতোমধ্যে বিয়ে দিয়েছি আর ছেলেটির বিয়ে দেওয়ার জন্যই ঘরটি তৈরি করছিলাম। মাস খানেক আগে ঘর করার শুরুতেই স্থানীয় প্রতিবেশি প্রতিপক্ষরা পেছনের এক ঘর বাসিন্দার জন্য চলাচলের রাস্তা বন্ধ হবে এমন আশংকায় কাজে বাঁধা দেয়। শুধু তাই নয়, গত ৫ আগস্ট ঘরের কাজ করার সময় প্রতিবেশি রেজাউল সরদার, উজ্জল, রাজু , মারুফা বেগম, রোকেয়া বেগম ও রুপা খাতুন জাহানারাসহ তার পরিবারের উপর হামলা ও মারপিট করে।

এঘটনায় কালিগঞ্জ থানায় অভিযোগ দিলে পুলিশি তদন্তে ঘটনার সত্যতা পেলেও চেয়ারম্যানের কারণে মামলা নেয়নি পুলিশ। এরপর ফের ঘরের কাজ শুরু করলে তারা পানি উন্নয়ন বোডের এসওকে জানায় এবং চেয়ারম্যানের নির্দেশে দিন রাত সেখানে চৌকিদারসহ অন্যান্য লোকজন বসিয়ে রাখে। মঙ্গলবার দুপুর ১২টার দিকে এসও আব্দুল খালেকের নির্দেশে তারই কার্য সহকারি জয়ন্ত দাঁড়িয়ে থেকে চাম্পাফুল ইউনিয়নের দফাদার তপন কুমার দে, চৌকিদার শীবপদ সরকারসহ স্থানীয় প্রতিপক্ষরা নির্মিত আংশিক পাকা ঘর নিমিষেই ভেঙে গুড়িয়ে দেয়।

 

এসময় জাহানারার শেষ সম্বলটুকু লুটপাট হলেও কেউ কথা বলার সাহস রাখেনি। সরকারি চাকরিজীবী পাউবোর এসও আব্দুল খালেক এর ঔধত্য দেখে হতবাক এলাকাবাসী। তার নির্দেশে স্থানীয় প্রতিপক্ষ রেজাউল, আবুল, উজ্জল, নজু, রেবেকা, মারুফা ও রুপাসহ অনেকেই ঘর ভাঙার কাজে অংশ নেয়।

নির্যাতিত জাহানারার ভাই আসাফুর ও জাহিদুল জানায়, স্থানীয় চাম্পাফুল ইউপি চেয়ারম্যান মোজম্মেল হক মোজাম উজিরপুর বাজারে পানি উন্নয়ন বোর্ডের জায়গায় তিনতলা বিল্ডিং করে নিজস্ব অফিস, ওষুধের দোকান, ইসলামী এজেন্ট ব্যাংকিং ও এনজিওদের কাছে ভাড়া দিয়ে রাখলেও পাউবোর এসও সেখানে দেখতে পায়না। এমন কয়েকশ’ পাকা বিল্ডিং তৈরি হলেও কোন জায়গায় বাঁধা দেয়নি এসও।

 

অভিযোগ রয়েছে, বিল্ডিং নির্মাণের সময় তাকে বিপুল পরিমান অর্থিক সুবিধা দিয়েই নির্মাণ করা হয়েছে। বহু জায়গা থেকে মাসিক টাকাও পান এসও আব্দুল খালেক। তিনি জাহানারার কাছেও আর্থিক সুবিধা চেয়ে না পেয়ে চেয়ারম্যানের ইংগিতে আংশিক নির্মিত ঘরটি ভেঙে গুড়িয়ে দিলেন। এসময় জাহানারা ও তার পরিবারের সদস্যরা বাঁধা দিলে তাদের মারপিটও করা হয়।

 

এবিষয়ে পানি উন্নয়ন বোর্ড-১ এর এসও আব্দুল খালেকের সাথে কথা বলার চেষ্টা করলেও সম্ভব হয়নি। অবশেষে পানি উন্নয়ন বোড-০১ এর নির্বাহী প্রকৌশলী আবুল খায়েরের সাথে যোগাযোগের চেষ্টা করেও ফোন রিসিভ না করায় কথা বলা সম্ভব হয়নি। তবে সার্বিক বিষয়ে চাম্পাফুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম জানান, পাউবোর জায়গায় ঘরা করা নিয়ে কোন সমস্যা নয়, পেছনের কয়েকটি বাড়ির চলার পথ বন্ধ করার চেষ্টা চলছিল তাই আমি মিটমাট করার জন্য পরিষদে বসেও সমস্যার সমাধান হয়নি। তিনি আরও বলেন, আমি ঢাকা থেকে ফিরছি। ভাংচুরের ঘটনা শুনেছি। পানি উন্নয়ন বোর্ড করেছে তাই জানি।

 

The post চাম্পাফুলে এসও’র নির্দেশে ভূমিহীন জাহানারার নির্মিত পাকাবাড়ি গুড়িয়ে দেওয়ার অভিযোগ appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3mM6Wmj

No comments:

Post a Comment