Monday, August 30, 2021

শ্যামনগরে জন্মাষ্টমী উৎসবে সার্বিক কল্যাণ কামনায় প্রার্থনা https://ift.tt/eA8V8J

সুন্দরবনাঞ্চল (শ্যামনগর) প্রতিনিধি: সোমবার শ্রীকৃষ্ণের ৫২৪৭তম আবির্ভাব তিথি উদযাপন উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শ্যামনগর উপজেলা শাখার আয়োাজনে নকিপুর হরিসভা প্রাঙ্গণে পবিত্র গীতা পাঠ, পূজা অর্চনাসহ অন্যান্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে পৌরহিত্য করেন পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি প্রধান শিক্ষক কৃষ্ণানন্দ মুখার্জি। শ্রীমদ্ভাগবত গীতা থেকে পাঠ করেন প্রধান উপদেষ্টা প্রভাষক পরিমল কৃষ্ণ মন্ডল, সহ-সভাপতি প্রভাষক অনাথ চন্দ্র হালদার, সহ-সভাপতি প্রধান শিক্ষক দীনেশ চন্দ্র মন্ডল। শ্রীকৃষ্ণের পূজান্তে বিশ্ববাসী এবং দেশবাসীর সার্বিক কল্যাণ কামনায় প্রার্থনা করা হয়।

 

অনুষ্ঠানে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করেন পূজা উদযাপন পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ বিশ্বাস ও সাধারণ সম্পাদক এড: কৃষ্ণপদ মন্ডল। ব্যবস্থাপনায় ছিলেন কোষাধ্যক্ষ কার্তিক চন্দ্র দত্ত। পূজা শেষে প্রসাদ বিতরণ করা হয়। অপরদিকে শ্যামনগর গোপালপুর শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরে জন্মাষ্টমী উৎসব উপলক্ষে পূজা অর্চনা, গীতা পাঠ, প্রসাদ বিতরণসহ অন্যান্য ধর্মীয় অনুষ্ঠান করা হয়।

 

The post শ্যামনগরে জন্মাষ্টমী উৎসবে সার্বিক কল্যাণ কামনায় প্রার্থনা appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2V2wMqU

No comments:

Post a Comment