পদ্মা সেতুর স্প্যানে ফেরির মাস্তুলের ‘ধাক্কা’র খবরে ঘটনাস্থল পরিদর্শনে যাচ্ছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
এর আগে আজ মঙ্গলবার সকাল ৭টার দিকে পদ্মা সেতুর ২ ও ৩ নম্বর পিলারের মাঝখানে ‘ওয়ান বি’ স্প্যানের সঙ্গে ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরের মাস্তুলের ধাক্কা লাগার খবর পাওয়া যায়। এতে স্প্যানের কোনও ক্ষতি না হলেও ফেরির মাস্তুল ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও খবরে উল্লেখ করা হয়।
এর আগে একাধিকবার পদ্মা সেতুর পিলারে ফেরির ধাক্কা লাগার ঘটনা ঘটলেও স্প্যানে ধাক্কা লাগার ঘটনা এই প্রথম শোনা গেলো। খবর পেয়ে পদ্মা সেতু প্রকল্প, বিআইডব্লিউটিসি ও সেনাবাহিনীর প্রতিনিধি দলও ঘটনাস্থল পরিদর্শনে যাচ্ছে বলে জানিয়েছেন নৌ সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী।
এ বিষয়ে জানতে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে যোগাযোগ করা হলে সোয়া ১১টার দিকে তিনি বলেন, ‘আমি ঘটনাস্থলে যাচ্ছি।’
The post পদ্মা সেতুর স্প্যানে ‘ধাক্কা’: ঘটনাস্থল পরিদর্শনে যাচ্ছেন ওবায়দুল কাদের appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3BwVy25
No comments:
Post a Comment