Sunday, August 29, 2021

সাতক্ষীরা জেলা পরিষদের পুকুরে মৎস্যপোনা অবমুক্ত https://ift.tt/eA8V8J

নিজস্ব প্রতিনিধি: ‘বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দুর করি’ স্লোগানে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ উদ্যাপন উপলক্ষে মাছের পোনা অবমুক্তকরণ করা হয়েছে। রবিবার (২৯ আগস্ট) বেলা ১২টায় সাতক্ষীরা জেলা পরিষদের পুকুরে সদর উপজেলা উপজেলা মৎস্য অফিসের আয়োজনে ২৫কেজি দেশীয় মাছের পোনা অবমুক্ত করেন জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম।

এসময় তিনি বলেন, ‘মৎস্য হবে দেশের দ্বিতীয় বৃহত্তম বৈদেশিক মুদ্রা অর্জনের খাত। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালে মৎস্য খাতকে সর্বাধিক গুরুত্ব দিয়েছিলেন।

বিশাল জলরাশি অপার সম্ভাবনাময় মৎস্য সম্পদ আহরণের জন্য বাংলাদেশ অন্যতম একটি দেশ। এটাকে কাজে লাগিয়ে দেশের বেকারত্ব দূরীকরণ ও মৎস্য সম্মৃদ্ধি বাংলাদেশ গড়ে তুলতে হবে।’

এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সৈয়দ আমিনুর রহমান বাবু, জেলা পরিষদের সদস্য জাকির হোসেন, মতিয়ার রহমান, মনিরুল ইসলাম, আসাদুজ্জামান সেলিম, মহিতুর রহমান, আব্দুল হাকিম, জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এস.এম খলিলুর রহমানসহ জেলা পরিষদের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

The post সাতক্ষীরা জেলা পরিষদের পুকুরে মৎস্যপোনা অবমুক্ত appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3Dr8Z58

No comments:

Post a Comment