Friday, August 27, 2021

কলারোয়ার জয়নগর ইউনিয়ন কৃষক লীগের কমিটি গঠন https://ift.tt/eA8V8J

নিজস্ব প্রতিনিধি: কলারোয়ার ১নং জয়নগর ইউনিয়ন কৃষকলীগের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (২৭ আগস্ট) বিকালে জয়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে ‘কৃষক বাঁচাও দেশ বাঁচাও এই স্লোগান’ কে সামনে রেখে ইউনিয়ন কৃষক লীগের আহবায়ক কমিটি গঠন করা হয়। জয়নগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাপস কুমার পালের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মনিরুজ্জামান মনি। প্রধান অতিথি ছিলেন জেলা কৃষকলীগের দপ্তর সম্পাদক আতিয়ার রহমান।

তিনি তার বক্তব্যে বলেন, ‘কৃষক বাঁচলে দেশ বাঁচবে, তাই কৃষক ও কৃষি বাঁচিয়ে রাখতে হবে দেশ ও দশের জন্য। কৃষি নির্ভর বাংলাদেশে কৃষকের অধিকার আদায়ের লক্ষে কৃষকদের পাশে থেকে কাজ করবে বাংলাদেশ কৃষক লীগ।’

বক্তব্য শেষে তিনি ২১ সদস্য বিশিষ্ট কমিটির নাম ঘোষণা করেন। এতে আহবায়ক মনোনিত হন পরেশ রায় চৌধুরী, যুগ্ন আহবায়ক আরিজুল ইসলাম, সদস্য সচিব রাজু রায়হান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের সহ-সভাপতি ও সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য আলহাজ্ব শেখ আমজাদ হোসেন, আ.লীগ নেতা আব্দুল আজিজ বিশ্বাস, উপজেলা কৃষকলীগের আহবায়ক আমানুল্লাহ মোড়ল, সদস্য সচিব সন্দিপ রায়, কেঁড়াগাছি ইউনিয়ন কৃষকলীগের আহবায়ক আব্দুর রহমান, পৌরসভার আহবায়ক আবু সাঈদ রেজা, জয়নগর ইউনিয়ন আ.লীগ নেতা জয়দেব সাহা, শেখ খুরশিদ আলম প্রমুখ।

The post কলারোয়ার জয়নগর ইউনিয়ন কৃষক লীগের কমিটি গঠন appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3kC7I2S

No comments:

Post a Comment