Sunday, August 29, 2021

‘সবুজ শ্যামল দেশ গড়তে বৃক্ষরোপণ ছাড়া অন্য কোনো বিকল্প নেই: বাবুল রানা https://ift.tt/eA8V8J

রবিবার বেলা ১১টায় সবুরুন্নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২৯নং ওয়ার্ড আওয়ামী লীগের পক্ষ থেকে বৃক্ষরোপণ কর্মসূচী পালন করা হয়। প্রধান অতিথি হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচী উদ্বোধন করেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা।

এসময়ে তিনি বলেন,‘সবুজ শ্যামল দেশ গড়তে বৃক্ষরোপণ ছাড়া অন্য কোনো বিকল্প নেই। দেশ ও জাতিকে সুরক্ষিত রাখতে বৃক্ষরোপণ কর্মসূচী বৃদ্ধি করতে হবে। জাতির পিতার স্বপ্নের দেশ গড়াই আমাদের একমাত্র লক্ষ্য। এই লক্ষ্য পূরণ করতে আমাদের প্রত্যেকেরই গাছ লাগানো উচিত।

জীবণ ও গাছ একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত।’ মোঃ আব্দুল হাই পলাশের সভাপতিত্বে বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফকির মোঃ সাইফুল ইসলাম, গোলাম হাইদার বুলবুল, মোঃ ছিদ্দিকুর রহমান, মোঃ দাদন মিয়া, মোঃ ওয়ালি উল্লাহ, শহীদুল ইসলাম, মোঃ জাহিদ হোসেন, মোঃ নাছির উদ্দিন বাদশাহ রাসু, মোঃ হানিফ, মোঃ নাজমুল হোসেন, শেখ হারুন মানু, ফেরদৌস আলম রীতা, আল আমীন কবির, আল আমীন হোসেন রাজু সহ বিভিন্ন নেতাকর্মী।

বৃক্ষরোপণ কর্মসূচীর অংশ হিসেবে এই পদক্ষেপ গ্রহণ করা হয়। প্রেসবিজ্ঞপ্তি

The post ‘সবুজ শ্যামল দেশ গড়তে বৃক্ষরোপণ ছাড়া অন্য কোনো বিকল্প নেই: বাবুল রানা appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3Ds8xDR

No comments:

Post a Comment