Tuesday, August 31, 2021

কলারোয়ায় মাসিক এনজিও সমন্বয় সভা https://ift.tt/eA8V8J

সংবাদদাতা: সাতক্ষীরার কলারোয়া উপজেলা পরিষদ অডিটোরিয়ামে মাসিক এনজিও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার বিকালে উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরীর সভাপতিত্বে সভায় উপজেলার বিভিন্ন এনজিও প্রতিনিধি গণমৈত্রীর পরিচালক মেহেদী হাসান, অগ্রগতি সংস্থার পিও কামরুন নাহার, উত্তরণের রিয়াজুল ইসলাম, উন্নয়ন সংস্থার আবু বকন সিদ্দিক, শিশু উন্নয়ন প্রকল্পের শিমন সরকার, ঢাকা আহছানিয়া মিশনের আয়ুব আলী, সাজেদা নারী উন্নয়ন পরিষদের লতিফা আকতার হেনা, সাস এর আজিজুর রহমান, গণমূখীর রেজাউল ইসলাম, সবুজ বাংলার নিয়াজ মোরশেদ, আদ-দ্বীন জিল্লুর রহমান, উন্নয়ন পরিষদের রবিউল ইসলাম, মুসলিম এইড এর ম্যানেজার রবিউল ইসলাম, বেত্রাবতী সংস্থার আজিজুল হক, সেতু বাংলাদেশের শাহিদা পারভীন, এসকেএস এর তুষার পারভেজ, সারভেশন আরমি প্রিন্স এলিসন বৈদ্য, এলআই তপন সরকার সহ উপজেলার সকল এনজিও প্রতিনিধিবৃন্দ।

The post কলারোয়ায় মাসিক এনজিও সমন্বয় সভা appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3gObm8A

No comments:

Post a Comment