Sunday, August 29, 2021

পাটকেলঘাটায় টুঙ্গিপাড়ার মিয়াভাই দেখতে উৎসুক জনতার ভিঁড় https://ift.tt/eA8V8J

সংবাদদাতা: অনেকদিন পরে সিনেমা হল রাস্তার পাশে কেন! ও বাবা এ যে টুঙ্গিপাড়ার মিয়াভাইয়ের ছবি। এমন কথা বলে সকল মানুষের ভিঁড় ঠেলে সামনে গিয়ে দাঁড়িয়েছেন সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানার সরুলিয়া ইউপির ৫নং ওয়ার্ডের সদস্য প্রার্থী শেখ জামসেদ আলী। কেবল জামসেদ আলি নয়, এমন শতশত মানুষ রোববার সন্ধ্যার পর থেকে জেলার পাটকেলঘাটা বাজারের স্যোসাল ব্যাংক মার্কেটের সামনে বসে, দাঁড়িয়ে, যে-যে ভাবে পেরেছে বঙ্গবন্ধু চরিত্রের অভিনয় দেখতে যেন থমকে আছে।

সাতক্ষীরা জেলা তথ্য অফিস কতৃক ভ্রাম্যমাণভাবে শোকের মাস উপলক্ষে টুঙ্গিপাড়ার মিয়াভাই ছবিটি প্রচার করা হচ্ছে। এ সময়ে জেলা তথ্য অফিসার মোজাম্মেল হকের নির্দেশনায় সহকারী তথ্য অফিসার রমজান আলি, অপারেটর মীর আজিবুর রহমান ও সহকারী অপারেটর মেহেদী হাসান এ পূর্ণদৈর্ঘ্য ইতোহাস বর্ণিত ছবি শেষ পর্যন্ত প্রচার করেন।

The post পাটকেলঘাটায় টুঙ্গিপাড়ার মিয়াভাই দেখতে উৎসুক জনতার ভিঁড় appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2WzgoOO

No comments:

Post a Comment