চুরি ঠেকানোর কৌশল হিসেবে মৎস্য ঘেরে দেয়া বিদ্যুৎ এর ক্যাবলে জড়িয়ে রমজান আলী (১৬) নামের এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ছয়টার দিকে শ্যামনগর উপজেলার শ্রীফলকাটি গ্রামের ‘মোড়ল ফিস’ নামীয় সাদা মাছের একটি প্রজেক্টে দুর্ঘটনাটি ঘটে। ঘটনার পরপরই ঘের মালিক ও কর্মচারীরা আত্মগোপনে যাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পৌছে মৃতদেহ উদ্ধার করে। নিহত রমজান আলী পাশর্^বর্তী ধুমঘাট গ্রামের দিনমজুর শুকর আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শী স্থানীয় বাবুল হোসেন ও আব্দুস সোবহান জানায় শুক্রবার সকালে ঘের কর্মচারীরা মোড়ল ফিস নামীয় প্রজেক্টে মাছ ধরছিল। এক বন্ধুর সাথে মিলে মাছ নেয়ার জন্য রমজান সেখানে যাওয়ার সময় রাতের নিরাপত্তা বেষ্টনী হিসেবে ব্যবহৃত মাটির উপর দিয়ে টানিয়ে রাখা ক্যাবলের ফেটে যাওয়া অংশে তার পা জড়িয়ে যায়। এসময় রমজান বিদ্যুৎপৃষ্ট হয়েছে- জানিয়ে সাথে থাকা বন্ধু ঘের কর্মচারীদের সাহায্য প্রার্থণা করলেও কেউ এগিয়ে না আসায় ক্যাবলে জড়ানো অবস্থায় ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
স্থানীয় ইউপি সদস্য বিরেণ মন্ডল জানায়, মোড়ল ফিস নামীয় ঐ প্রজেক্টের বিদ্যুৎ এর তারে জড়িয়ে সম্প্রতি আবুল হোসেনর একটি গরু মারা যায়। কয়েক দিন পুর্বে স্থানীয় সুবোল মন্ডলের স্ত্রী সুনীতি মন্ডল ঘাস কাটতে যেয়ে বিদ্যুৎপৃষ্ট হলে তার একটি আঙুল শরীর থেকে বিচ্ছিন্ন করতে হয়। এক বছর পুর্বে ঐ প্রজেক্টের একটি পুকুরের পাশ হতে আরও এক ব্যক্তির মৃতদেহ আবিস্কার করে স্থানীয়রা।
স্থানীয়রা অভিযোগ করেন প্রজেক্টের অফিস রুম থেকে প্রায় দেড় কিলোমিটার দুরের পুকুরগুলোতে বাঁশের লাঠি দিয়ে ক্যাবল টেনে নিয়েছে সংশ্লিষ্টরা। রাতে নিরাপত্তার কাজে ব্যবহারের পাশাপাশি প্রয়োজনীয় মুহুর্তে একই ক্যাবল ব্যহার করে মটর চালিয়ে মাটির তলদেশ থেকে পানি উত্তোলন করা হয় পুকুরগুলোর জন্য। ক্যাবলের কভার ফেটে যাওয়ার পাশাপাশি উঁচু করে না দেয়ায় নিরাপত্তা ঝুঁকির বিষয়ে প্রজেক্ট সংশ্লিষ্টদের বার বার দৃষ্টি আকর্ষণ সত্ত্বেও প্রতিকার মেলেনি।
এদিকে দুর্ঘটনার পর পালিয়ে যাওয়া প্রজেক্ট মালিক সামিউল ইসলাম ও ম্যানেজার সাইফুল ইসলামের মুটোফোনে চেষ্টা করেও তা বন্ধ পাওয়া যায়।
পল্লী বিদ্যুৎ বিভাগের শ্যামনগর অঞ্চলের ডেপুটি জেনারেল ম্যানেজার মধুসুদন রায় জানান, আপাতত প্রজেক্টের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হচ্ছে। অফিস থেকে দীর্ঘ পথ বিদ্যুৎ সংযোগ টেনে নেয়ার ঘটনায় তদন্ত করে জরিমানাসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া মিটার থেকে এতটা দুরে বিপদজনকভাবে ক্যাবল টেনে নেয়ার বিষয়টির সাথে বিদ্যুৎ বিভাগের কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখা হবে বলেও তিনি জানান।
এদিকে স্থানীয়রা অভিযোগ করেছে প্রভাবশালীরা প্রজেক্ট মালিকের পক্ষ নিয়ে নিহতের পরিবারের সাথে বিষয়টি সুরাহার চেষ্টা চালিয়ে যাচ্ছে। শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ নাজমুল হুদা বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছেছে।
সামিউল মনির/ বেলাল হোসেন, শ্যামনগর:
The post শ্যামনগরের শ্রিফলকাটিতে চুরি ঠেকানোর ক্যাবলে জড়িয়ে কিশোরের মৃত্যু appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3iakHpG
No comments:
Post a Comment