Wednesday, March 24, 2021

জমে উঠছে প্রাণের বইমেলা https://ift.tt/3d6WAHg

এসএম শহীদুল ইসলাম: সাতক্ষীরার শহিদ আব্দুর রাজ্জাক পার্কে চলছে বইমেলা। করোনা পরিস্থিতির কারণে এবার ফেব্রুয়ারির পরিবর্তে মার্চের ১৭ তারিখ থেকে চলছে দশ দিনব্যাপী বইমেলা। প্রথম সপ্তাহে মেলায় মানুষের উপস্থিতি একটু কম থাকলেও দ্বিতীয় সপ্তাহে সে দৃশ্য পাল্টে গেছে। দ্বিতীয় সপ্তাহের শুরু থেকেই মানুষের উপস্থিতি বেড়েছে, বেড়েছে বইয়ের বিক্রিও। সন্দ্যার পর পুরো বইমেলায় উপচে পড়া ভিড়। অনেকেই তাদের বন্ধু-বান্ধবদের নিয়ে, কেউবা পরিবার পরিজন, প্রিয় মানুষকে নিয়ে মেলায় এসেছিল। তবে শিশুকিশোরদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সব মিলিয়ে লেখক, প্রকাশক, পাঠক, দর্শণার্থীদের পথচারণায় জমে উঠেছে বইমেলা।
ছেলে-মেয়েসহ সস্ত্রীক নিয়ে বইমেলায় এসেছিলেন শিক্ষক সিরাজুল ইসলাম। তিনি বলেন, এবার কাজের জন্য বইমেলায় আসা হয়নি। প্রতিদিনই ইচ্ছা করে বইমেলায় আসতে। তাই পরিবারের সদস্যরা সবাই মিলে বইমেলায় আসা। নিজেও বই কিনলাম, বাচ্চাদেরও কিনে দিলাম। তবে আজ বইমেলায় বই প্রেমী ক্রেতা দর্শণার্থীদের খুব ভিড়। দেখা গেছে, মানুষ মেলায় বিভিন্ন স্টল ঘুরে ঘুরে বই দেখছে, কিনছেন। তবে শিশুকিশোরদের আগ্রহ বেশি বৈজ্ঞানিক কল্পকাহিনী বা সায়েন্স ফিকশনে হলেও তরুণদের আগ্রহ উপন্যাস ও গবেষণার বইয়ে।
আদর্শ প্রকাশনীর দায়িত্বরত বিক্রয় কর্মকর্তা আল মামুন রাব্বি বলেন, এবারের বইমেলায় প্রথম থেকে বই প্রেমী, ক্রেতা, দর্শণার্থীদের ভিড় রয়েছে। বেচা বিক্রিও বেশ, সব মিলিয়ে জমে উঠছে প্রাণের বইমেলা।
এদিকে অনিন্দ্য প্রকাশের বিক্রয় কর্মকর্তা মোহাম্মদ মানিক বলেন, শিশুরা নানা বইয়ের সূচি, অধ্যায় ঘেটে দেখছে। পছন্দ না হলে রেখে দিচ্ছে। আমাদের স্টলে শিশু, কিশোরসহ সব শ্রেণির পাঠকের জন্য রয়েছে বিভিন্ন ধরণের বই। বিজ্ঞান ভিত্তিক বই, উপন্যাস ও আইসিটি বিষয়ক বইয়ের খোঁজ করছেন তরুণ প্রজন্মের শিক্ষার্থীরা। তিনি আরও বলেন, মেলায় শিক্ষক শ্রেণির ক্রেতা বেশি। অনেকেই আসছেন বই পড়তে।
তবে খান বাহাদুর আহসানিয়া মিশন প্রকাশনীর মো: ইয়াকুব আলী বলেন, শিশুরা সবচেয়ে বেশি বিজ্ঞানভিত্তিক নতুন নতুন আবিষ্কারের বই খুঁজছে। এছাড়া ধর্মীয় বই, ছোটদের কার্টুন, গল্পের বই, ছড়ার বই, ছবি আঁকার বইয়ের ক্রেতা বেশি।
মায়ের সঙ্গে বই মেলায় এসেছিল তৃতীয় শ্রেণির শিক্ষার্থী উম্মে হাবিবা। বইমেলা নিয়ে হাবিবা জানায়, আমি নতুন নতুন গল্প পড়তে পছন্দ করি। ছবি আঁকার বই তার খুব পছন্দ। তবে ছড়া ও কবিতা তার প্রিয়। পাঁচটা বই কিনেছি। আবারও মেলায় আসবো। তখন আরও বই কিনবো।
বইমেলায় ব্যস্ততা বাড়ছে প্রকাশকদের। পাঠকরা প্রতিদিনই মেলায় আসছেন প্রিয় লেখকের নতুন বই সংগ্রহের উদ্দেশে। তবে ব্যতিক্রম চিত্র দেখা গেছে বেশ কয়েকটি স্টলে। সেখানে তেমন ভিড় চোখে পড়েনি। বিক্রি একদম নেই বললেই চলে। কিছু কিছু স্টলতো ফাঁকাই পড়ে আছে।
সাতক্ষীরার বিশিষ্ট কবি ও সাহিত্যিক পল্টু বাশার বলেন, বসন্তের পড়ন্ত বিকেল থেকে শুরু হয় বইমেলা। চলে রাত ৯-১০টা পর্যন্ত। শিশু, কিশোর, তরুণ-তরুণী, শিক্ষক, শিক্ষার্থীসহ কবি, সাহিত্যিক, লেখকদের মিলন মেলায় পরিণত হয়। তবে এবারের বইমেলায় ক্রেতা কম। দর্শক বেশি। তারপরও জেলা প্রশানকে ধন্যবাদ। কেননা সুন্দর মনোরম পরিবেশে বইমেলার আযোজন করেছে। মুজিব জন্মশত বর্ষে এধরণের আয়োজনের সাক্ষী হতে পেরে আমরা গর্বিত।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে সাতক্ষীরা জেলা প্রশাসনের উদ্যোগে ‘মুজিববর্ষ বঙ্গবন্ধু’ বইমেলার উদ্বোধন করা হয় ১৭ মার্চ। সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্কে ১০ দিনব্যাপী এই বইমেলার উদ্বোধন করেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোশারফ হোসেন মশু। ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার ইসমাইল হোসেন।

 

মেলায় ২৩ স্টলের মধ্যে অনিন্দ্য পাবলিকেশন্স, শোভা, দি রয়েল, পুথিনিলয়, আদর্শ, কথামালা, সাম্প্রতিক, লাবণী, কলি, বিজয়, অন্যান্য, রিদম প্রকাশনা সংস্থা ও জিনিয়াস পাবলিকেশন্সসহ ঢাকার সুনামধন্য ১৭টি প্রকাশনা প্রতিষ্ঠান এবারের বই মেলায় অংশ নিয়েছেন।
বই মেলায় প্রতিদিন থাকছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। ১৮ মার্চ ছিল সঙ্গীত প্রতিযোগিতা (রবীন্দ্র ও নজরুল), কুইজ (উন্মুক্ত) ও সাংস্কৃতিক অনুষ্ঠান। ১৯ মার্চ ছিল লোকসঙ্গীত প্রতিযোগিতা, বিতর্ক প্রতিযোগিতা, কুইজ (উন্মুক্ত) ও সাংস্কৃতিক অনুষ্ঠান। ২০ মার্চ ছিল দেশাত্ববোধক সঙ্গীত, কুইজ (উন্মুক্ত) ও সাংস্কৃতিক অনুষ্ঠান। ২১ মার্চ ছিল চিত্রাংকন প্রতিযোগিতা, নাটক, কুইজ (উন্মুক্ত) ও সাংস্কৃতিক অনুষ্ঠান। ২২ মার্চ ছিল লোকনৃত্য প্রতিযোগিতা, বিতর্ক প্রতিযোগিতা, কুইজ (উন্মুক্ত) ও সাংস্কৃতিক অনুষ্ঠান। ২৩ মার্চ ছিল আবৃত্তি ও একক অভিনয়, আবৃত্তি উৎসব, কুইজ (উন্মুক্ত) ও সাংস্কৃতিক অনুষ্ঠান। ২৪ মার্চ ছিল গল্পবলা প্রতিযোগিতা, আবৃত্তি উৎসব, বাম্পার কুইজ (উন্মুক্ত) ও নাটক-বঙ্গবন্ধুর স্বপ্নযাত্রা।

The post জমে উঠছে প্রাণের বইমেলা appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3m0hdct

No comments:

Post a Comment