Saturday, March 6, 2021

পাটকেলঘাটায় পুকুর থেকে উদ্ধার হলো ৪০০ বছর আগের মূর্তি https://ift.tt/eA8V8J

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার পাটকেলঘাটায় একটি পুকুর থেকে ৪০০ বছরের পুরাতন পিতলের মূর্তি উদ্ধার হয়েছে। শনিবার (৬ মার্চ) সকাল ১০টার দিকে কুমিরা বাবুরপুকুর নামক এলাকার ইটভাটার মাটি কাটার সময় মূর্তিটি উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, স্থানীয় মোল্লা ব্রিকসের লোকজন স্কেভেটর দিয়ে মাটি কাটছিলেন। মাটি কাটার সময় ওই মূর্তির উপর কোদালের কোপ লাগে। মুহূর্তেই স্থানীয় এলাকাবাসী সেখানে জড়ো হয়। সোনার মূর্তি পাওয়া গেছে বলে এলাকায় খবর ছড়িয়ে পড়ে। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মূর্তিটি তাদের হেফাজতে নেয়। পাটকেলঘাটার থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী ওয়াহিদ মুর্শেদ জানান, ইটভাটায় মাটি নেওয়ার সময় মূর্তিটি পাওয়া গেছে। সেটি এখন পুলিশ হেফাজতে রাখা হয়েছে। তিনি আরও জানান, স্বর্ণকার দিয়ে পরীক্ষা করা হলে তারা জানিয়েছেন, এটি স্বর্ণ নয় পিতলের মূর্তি। মূর্তিটির ওজন এক কেজি ৪০০ গ্রাম। মূর্তিটি ৪০০ বছরের পুরাতন বলে ধারণা করা হচ্ছে।

The post পাটকেলঘাটায় পুকুর থেকে উদ্ধার হলো ৪০০ বছর আগের মূর্তি appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3sTRC75

No comments:

Post a Comment