বিশেষ প্রতিনিধি: ‘মুজিব বর্ষের অঙ্গীকার বীমা হোক সবার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বীমা শিল্পের উন্নয়ন ও বীমার গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতিবছরের ন্যায় এবারও র্যালি, বীমা মেলা, আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। রাষ্ট্রীয় জীবন বীমা প্রতিষ্ঠান ‘জীবন বীমা কপোরেশন-৯৩২’ এর কালিগঞ্জ শাখার আয়োজনে সোমবার সকাল ১০ টায় জাতীয় বীমা দিবস উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা ভূমি অফিস চত্ত্বর থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
জীবন বীমা কর্পোরেশনের কালিগঞ্জ শাখার ম্যানেজার ইনচার্জ জালাল উদ্দিন, ডেভলপমেন্ট অফিসার আব্দুল্লাহ আল মামুন, হাবিবুল্লাহ, নাসিমা খাতুন, কাজী রায়সুল ইসলাম, বিউটি পারভীন, মধুসূদন ঘোষ, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মামুনার রশিদসহ বীমা পেশায় নিয়োজিত কর্মকর্তা ও কর্মচারিবৃন্দ র্যালিতে অংশগ্রহণ করেন। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রসঙ্গত, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১ মার্চ ১৯৬০ সালে তৎকালীন আলফা ইন্স্যুরেন্স কোম্পানিতে যোগদান করেছিলেন। এ দিনটিকে স্মরণ করে গত ১৫ জানুয়ারি অনুষ্ঠিত মন্ত্রিপরিষদ সভায় সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে ১ মার্চ জাতীয় বীমা দিবস হিসেবে ঘোষণা করা হয়।
The post কালিগঞ্জে জাতীয় বীমা দিবস পালিত appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3021ejM
No comments:
Post a Comment