Saturday, March 6, 2021

কালিগঞ্জের দুদলীতে বিরোধপূর্ণ জমি নিয়ে সংঘর্ষের আশঙ্কা https://ift.tt/eA8V8J

পত্রদূত রিপোর্ট: আপোষ সূত্রে ৫০ বছর ধরে এওয়াজকৃত সম্পত্তি জোরপূর্বক দখলের চেষ্টা করা হয়েছে। শনিবার সকালে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার দুদলী গ্রামে এ ঘটনা ঘটে।

কালিগঞ্জ উপজেলার দুদলী গ্রামের ফরিদা খাতুন জানান, দুদলী মৌজার পৈতৃক নিজের ফারাজি অংশসহ আবেদার রহমান ও জামিলা খাতুনের মোট ২৭ শতক জমি এওয়াজ মূলে তারা চারটি পরিবার বসবাস করে আসছেন দীর্ঘ ৫০ বছর ধরে। এওয়াজ অনুযায়ি রেকর্ড না হওয়ায় আমিনউদ্দিন গাজীর দু’ছেলে আব্দুস সোবহান ও আলা ছয় মাস আগে শেখ জিয়াদ আলী গাজীর ছেলে সাঈদুরের কাছে ১৪ শতক জমি বিক্রি করে। ওই জমিতে থাকা তার বসতবাড়িসহ নানা ছফেদ আলীর বসত বাড়ি রয়েছে। জমি কেনার কিছুদিন পর সাঈদুর ওই জমি ঘেরা ও বেড়া দিয়ে জবরদখলের চেষ্টা করলে তার খালতো ভাই হাফিজুর রহমান বাদি হয়ে গত বছরের ১৯ সেপ্টেম্বর সাতক্ষীরার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন। বিচারক তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য কালিগঞ্জ সহকারি কমিশনারকে (ভূমি) নির্দেশ দেন। গত বছরের পহেলা নভেম্বর বসন্তপুর ইউনিয়ন ভুমি সহকারি কর্মকর্তা খলিলুর রহমান দীর্ঘ ৫০ বছর ধরে ফরিদাসহ তিনটি পরিবার ওই জমিতে বসবাস করছে বলে প্রতিবেদন দাখিল করেন। কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হুসেন বলেন, বিষয়টি নিয়ে উভয়পক্ষের অভিযোগের ভিত্তিতে আগামি ১৭ মার্চ থানায় উভয়পক্ষকে ডাকা হয়েছে।

The post কালিগঞ্জের দুদলীতে বিরোধপূর্ণ জমি নিয়ে সংঘর্ষের আশঙ্কা appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2O1jmIi

No comments:

Post a Comment