Tuesday, March 2, 2021

চা দোকানি গুলিস্থান বাঁচতে চায় https://ift.tt/eA8V8J

সাতক্ষীরার তালা উপজেলার নগরঘাটা ইউনিয়নের পোড়ার বাজারের চা দোকানি গুলিস্তান শেখ (গুলি) কয়েক মাস যাবত হার্টের সমস্যায় ভুগছে। সে নগরঘাটা আমিনিয়া আলিম মাদ্রাসার প্রতিষ্ঠাকালীন শিক্ষক মৃত বাবর আলি ওরফে বুড়ো হুজুরের সেজো ছেলে।
ইতোমধ্যে তিনি সাতক্ষীরা সদর হাসপাতাল, সাতক্ষীরা মেডিকেল, যশোরের ল্যাব এইড ও কুইন হসপিটালে চিকিৎসা নিয়ে বর্তমানে বাড়িতে অবস্থান করছেন। ডাক্তারের পরামর্শ অনুযায়ী তার এনজিওগ্রাম করতে ৩০ থেকে ৩৫ হাজার টাকা খরচ হবে। পরবর্তিতে তার হার্টে রিং বসাতে লক্ষ লক্ষ টাকা খরচ হবে। অসহায় হতদরিদ্র চা দোকানি তিন কন্যা সন্তানের জনক গুলিস্তানের পরিবারের পক্ষে এই খরচ বহন করা অসম্ভব হয়ে পড়েছে ।
ইতোমধ্যে চিকিৎসা বাবদ তিনি আত্মীয় স্বজন ও এলাকার লোকজনদের থেকে সাহায্য নিয়েছেন। হাত পাতার মত আর কোন জায়গা নেই। বর্তমানে তিন কন্যাকে নিয়ে না খেয়ে দিন কাটাচ্ছেন।
আপনার একটু সহযোগিতা হতে পারে অসহায় হদ-দরিদ্র একটি পরিবারের সুখের কারণ। হার্টের রোগী গুলিস্তান শেখ ও তার পরিবার, পোড়ার বাজার কমিটির সভাপতি সাইদুল আলম বাবলুসহ স্থানীয় দোকানদারেরা সমাজের বিত্তবানদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন। মো. গুলিস্তান শেখ (গুলি), নগরঘাটা, পাটকেলঘাটা, সাতক্ষীরা। সরাসরি কথা বলতে ০১৭০৩ ১৮৬০৩৪ (বিকাশ) পারেন।

The post চা দোকানি গুলিস্থান বাঁচতে চায় appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3q7WW4X

No comments:

Post a Comment