Monday, March 22, 2021

সম্পাদকীয়: শ্যামনগরে ঝুঁকিপূর্ণ কালভার্ট সংস্কার জরুরী https://ift.tt/eA8V8J

 

সাতক্ষীরা শ্যামনগর উপজেলায় ভূরুলিয়া ইউনিয়নে খানপুর হতে নূরনগর সড়কের উপরে কালভার্টটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। সংস্কারের অভাবে কালভার্টটি এখন মরণফাঁদে পরিণত হয়েছে। যেকোন মুহূর্তে কালভার্টটি ভেঙে পড়তে পারে। কালভার্টটি ভেঙে পড়লে জান-মালের ক্ষয়-ক্ষতি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয়রা। এধরণের একটি সচিত্র সংবাদ সোমবার দৈনিক পত্রদূত পত্রিকায় প্রকাশিত হয়েছে।

প্রকাশিত খবরে বলা হয়েছে, দীর্ঘ ৪৫ বছর পূর্বে যমুনা নদীর উপরে ওই কালভার্টটি নির্মিত হয়। এরপর আর সংস্কার হয়নি। ফলে কালভার্টটি চলাচলের জন্য অধিক ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ইটভাটা কাজে ব্যবহৃত ডাম্পার গাড়ীর অবাধ চলাচলে কালভার্ট ভেঙে গর্তের সৃষ্টি হয়েছে। যেকোন মুহূর্তে কালভার্টটি ধ্বসে যানমালের ব্যাপক ক্ষয়-ক্ষতি হতে পারে।
স্থানীয়দের বরাতে খবরে আরও বলা হয়, ইটভাটার ডাম্পার গাড়ীতে অতিরিক্ত মালামাল বহনের কারণে অনেক পুরানো কালভার্টটি ভেঙে পড়েছে। দ্রুত পদক্ষেপ না নিলে ভয়াবহ বিপদ হতে পারে। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে অবহিত করা হয়েছে।
কালভার্টটি ধ্বসে পড়ার আগেই সংস্কার জরুরী। অন্যথায় একবার ধ্বসে পড়লে সেখানকার যাতায়াত ও যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে বিঘিœত হবে। তাই আমরা আশা করব-অতি দ্রুত কালভার্টটি সংস্কার করে ঝুঁকিপূর্ণ অবস্থা থেকে এলাকাবাসিকে মুক্ত করবেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

The post সম্পাদকীয়: শ্যামনগরে ঝুঁকিপূর্ণ কালভার্ট সংস্কার জরুরী appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3sd8FBd

No comments:

Post a Comment