Monday, March 1, 2021

কলারোয়ায় সোনালী ব্যাংকে গ্রাহক সেবা মাস উদ্বোধন https://ift.tt/eA8V8J

নিজস্ব প্রতিনিধি: সোনালী ব্যাংক লিমিটেড কলারোয়া শাখার উদ্যোগে গ্রাহক সেবা মাস মার্চ-২১’ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। ‘উদ্ভাবনী ব্যাংকিং-এ আপনার বিশ্বস্থ সঙ্গী’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার (১ মার্চ) সকাল ১০টায় কলারোয়া সোনালী ব্যাংক লি. এর শাখা কার্যালয়ে গ্রাহক সেবা মাসের উদ্বোধন করা হয়।
উদ্বোধন শেষে ব্যাংক কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন শাখা ব্যবস্থাপক রবিউল ইসলাম। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ কলারোয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আবু নসর।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সোনালী ব্যাংকের অবসরপ্রাপ্ত ডিজিএম আব্দুল ওহাব, অবসরপ্রাপ্ত ম্যানেজার আব্দুর রাজ্জাক, অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ অধ্যাপক আবু বক্কর ছিদ্দিক, অবসরপ্রাপ্ত অধ্যাপক আব্দুল মজিদ।
ব্যাংকের সিনিয়র অফিসার আল আমিনের পরিচালনায় অন্যদের মধ্যে অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিনিয়র অফিসার শাহিনা ইসলাম, অর্জুন কুমার, কিশোর কুমার দাশ, ইমদাদ হোসেন, অফিসার আসাদুজ্জামান আসাদ, ছদর উদ্দীন, প্রাক্তন ইউপি চেয়ারম্যান শফি মালি প্রমুখ। বক্তারা বলেন, ব্যাংকিং সেবা দিতে সোনালী ব্যাংক লিমিটেড সঙ্গী হিসাবে গ্রাহকদের পাশে আছে-থাকবে।

The post কলারোয়ায় সোনালী ব্যাংকে গ্রাহক সেবা মাস উদ্বোধন appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3kCcH2M

No comments:

Post a Comment