Friday, March 26, 2021

স্বাধীনতার গান সুবর্ণজয়ন্তির গান https://ift.tt/eA8V8J

সৌ হা র্দ সি রা জ

সবার মুখে সুর বুকে সুর এখন
গাছের পাতারা গাইছে
জানালার পাশে দোয়েল গাইছে
কাদা মেখে মেখে শিশুরা গাইছে

সবাই গাইছে স্বরচিত গান
সুবর্ণজয়ন্তির বিমুগ্ধ গান।

জীবনের গভীরে যত সুখ—
সে সুখে ঘুমিয়ে থাকতে ইচ্ছা হয়
সে সুখে মরে গেলে দুঃখ নেই
তিরিশ লক্ষ শোকে কেনা সুখ—
কম কথা নয়

পদ্মা মেঘনা যমুনা আমাদের শিখিয়েছে
একটি তর্জনী বজ্রের মতো অপ্রতিরোধ্য এবং অমোঘ।

The post স্বাধীনতার গান সুবর্ণজয়ন্তির গান appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3clXUa2

No comments:

Post a Comment