‘মুজিব বর্ষের অঙ্গিকার, যক্ষ্মা মুক্ত বাংলাদেশ গড়ার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় বিশ্ব যক্ষ্মা দিবস-২০২১ পালন করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ৯টায় জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচি, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং সহযোগি সংস্থা সমূহের আয়োজনে সাতক্ষীরা সিভিল সার্জন অফিস থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় সিভিল সার্জন ডা. মো. হুসাইন শাফায়াত’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন সদর উপজেলা স্বাস্থ্য প.প কর্মকর্তা ডা. মাহবুবুর রহমান, এমওসিএস ডা. জয়ন্ত সরকার, সিডিসি ডা. তানভীর আহমেদ, এমওডিসি ডা. মেহবুবা রহমান, জেলা স্বাস্থ্য তত্বাবধায়ক জগদীশ চন্দ্র হাওলাদার, প্রোগ্রাম অর্গানাইজার উজ্জল কুমার দাস, ব্রাক ম্যানেজার বিভাশ কুমার সাহা, নাটাব প্রতিনিধি তরুণ কুমার বিশ্বাস প্রমুখ।
এসময় বক্তারা বলেন, এক নাগাড়ে ২ সপ্তাহ বা তার বেশি সময়ে কাশি থাকলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। প্রয়োজনে কফ পরীক্ষা করে নিশ্চিত হওয়ার আহবান জানান। যক্ষ্মা কোন মরণব্যধি নয়, আতংকিত না হয়ে চিকিৎসা গ্রহণ করলে যক্ষ্মা ভালো হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জুনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা শাহিনুর খাতুন। প্রেস বিজ্ঞপ্তি
The post সাতক্ষীরায় বিশ্ব যক্ষ্মা দিবস পালিত appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3sd131v
No comments:
Post a Comment