Wednesday, March 24, 2021

ঝাউডাঙ্গা ৯নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের বিশেষ বর্ধিত সভা https://ift.tt/eA8V8J

সংগঠনকে গতিশীল ও আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীকে বিজয়ী করার লক্ষে সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় ইউনিয়নের ছাতিয়ামতলায় দলীয় কার্যালয়ে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

ঝাউডাঙ্গা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আজিজুল ইসলাম আজিজের সভাপতিত্বে অনুষ্ঠিত বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন, সদর উপজেলা আওয়ামী স্বোচ্ছাসেবক লীগের সভাপতি এড. ফারুক হোসেন। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ১১নং ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদের সম্ভব্য দলীয় প্রার্থী জয়দেব কুমার ঘোষ।

 

সভায় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, সদর উপজেলা স্বোচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন, সংগঠনিক মেহেদী হাসান রনি, ইউনিয়ন আ’লীগের সাংগঠনিক সম্পাদক অশোক কুমার ঘোষ, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, ইউনিয়ন কমিটির সদস্য ফয়জুর রহমান। বর্ধিত সভায় উপস্থিত ছিলেন, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা বুলি হোসেন, শামীম হোসেন, আমিনুর ইসলাম, শহিদুল ইসলাম প্রমুখ। সভায় বক্তারা বলেন, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১১নং ঝাউডাঙ্গা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি, তরুণ ও জনপ্রিয় নেতা জয়দেব কুমার ঘোষকে আওয়ামী লীগ দলীয় মনোনয়ন দেয়ার জন্য সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকের মাধ্যমে দলীয় প্রধানের দৃষ্টি আকর্ষণ করেন।
সভাটি পরিচালনা করেন ৯নং ওয়ার্ডের স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সিরাজুল ইসলাম।

The post ঝাউডাঙ্গা ৯নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের বিশেষ বর্ধিত সভা appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3vYmAxl

No comments:

Post a Comment