কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক হয়েছে। কলারোয়ায় মাদক বিরোধী অভিযানে পুলিশ ৯২ বোতল ফেন্সিডিলসহ ওই মাদক ব্যবসায়ীকে পৃথক স্থান থেকে আটক হয়। থানা সূত্রে জানায়, কলারোয়া থানার অফিসার ইনচার্জ মীর খায়রুল কবির ও পুলিশ পরিদর্শক (তদন্ত) জেল্লাল হোসেনের নেতৃত্বে এসআই রুবেল আহম্মেদ সঙ্গীয় ফোর্স নিয়ে মঙ্গলবার ভোররাতে অভিযান চালিয়ে উপজেলার হিজলদীর ফকির পাড়া গ্রামের মৃত রবিউল ইসলাম মন্ডলের ছেলে কাউসার আলী মন্ডল (৩৮) কে আটক করে। এসময় তার কাছ থেকে ৭৩ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। অপর এক অভিযানে কলারোয়া থানার এসআই মাসুদ রানা সঙ্গীয় ফোর্স নিয়ে মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলার চন্দনপুর গ্রামের মমিন সানার ছেলে আয়জুল সানা (২৮) কে তার বাড়ি থেকে আটক করে। এসময় সে নিজ হাতে তার বাড়ির মধ্যে থেকে ১৯ পিস ফেন্সিডিল বের করে পুলিশের হাতে তুলে দেয়। এঘটনায় কলারোয়া থানায় পৃথক দুটি মামলা হয়েছে। আসামীদের আদালতে সোপর্দ করা হয়েছে।
The post কলারোয়ায় ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/307HivK
No comments:
Post a Comment