Thursday, March 4, 2021

শ্যামনগরে তুষার মজুমদারের অপসারণের দাবিতে প্রকৃত মৎস্য চাষীদের মানববন্ধন https://ift.tt/eA8V8J

মুন্সিগঞ্জ (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগর উপজেলা মৎস্য কর্মকর্তা তুষার মজুমদার ও বুড়িগোয়ালিনী ইউনিয়ন লীফ ফার্মার বিশ্বজিৎ মন্ডল ও তাদের সহযোগী দালালদের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজস্ব তহবিল থেকে উপকূলীয় প্রান্তিক মৎস্য চাষীদের প্রণোদনা তালিকা প্রণয়নে অর্থের বিনিময়ে, স্বজনপ্রীতি ও প্রকৃত মৎস্য চাষীদের বাদ দেওয়ার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে মৎস্য কর্মকর্তা তুষার মজুমদারের অপসারণের ও দালালদের তদন্তমূলক শাস্তির দাবি জানান।

বৃহস্পতিবার (৪ মার্চ) বিকাল ৫টায় প্রকৃত প্রান্তিক মৎস্য ও ঘের ব্যবসায়ীদের আয়োজনে আবাদচন্ডিপুর বাজারে কয়েক শতাধিক ঘের ব্যবসায়ীর অংশগ্রহণে মানববন্ধনে সভাপতিত্ব করেন বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ড ইউপি সদস্য আবিদ হাসান।

মৎস্য চাষী হারুনার রসিদের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন মৎস্য চাষী গাজী আশরাফুজ্জামান, সাবেক সেনা সদস্য রুস্তম আলী, আব্দুস সালাম, ফজলুল হক ঘের ব্যবসায়ী আব্দুল সাত্তার মোড়ল, আব্দুল আলিম, মোমিনুর রহমান প্রমুখ।

স্থানীয় ঘের ব্যবসায়ী হারুনার রসিদ বলেন, আম্পান এবং বুলবুলে বুড়িগোয়ালিনী ইউনিয়নের ১, ২ ও ৩ ওয়ার্ড ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু আমাদের ওয়ার্ডের মাত্র ৭জন ঘের ব্যবসায়ীকে বিকাশের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে। আমি একজন প্রকৃত ঘের ব্যবসায়ী। আমার নামীয় নামে তালিকায় একজন ঘের ব্যবসায়ীর নাম থাকলেও সেখানে আমার বা আমার পরিবারের কোন বিকাশ নম্বর নেওয়া হয়নি।

The post শ্যামনগরে তুষার মজুমদারের অপসারণের দাবিতে প্রকৃত মৎস্য চাষীদের মানববন্ধন appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3bX26f4

No comments:

Post a Comment