Monday, March 1, 2021

কলারোয়ায় মাস্টার ব্যাডমিন্ট টুর্ণামেন্টের ১ম রাউন্ডের খেলা সম্পন্ন https://ift.tt/eA8V8J

নিজস্ব প্রতিনিধি: কলারোয়ায় মাস্টার ব্যাডমিন্ট টুর্ণামেন্টের ১ম রাউন্ডের খেলা সম্পন্ন হয়েছে। সোমবার সন্ধ্যায় কলারোয়া গালর্স পাইলট হাইস্কুল কোর্টে উক্ত টূর্নামেন্টের প্রথম রাউন্ডের খেলা শেষে সেমি ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছে বিপ¬ব ও ইব্রাহিম জুটি বনাম লাল্টু ও মহিদুল জুটি এবং আমানউল¬াহ আমান ও এসআই রইচউদ্দীন জুটি বনাম এএসআই মফিজুর ও সাইফুল ইসলাম জুটি।
আজকের খেলাগুলো উপভোগ করেন কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. আমানুল¬্যাহ আমান, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার হারুন অর রশিদ, প্রধান শিক্ষক বদরুজ্জামান বিল্পব, রুহুল আমিন,এবাদুল হক, শিক্ষক শফিকুল ইসলাম, মো. ইব্রাহিম হোসেন, শেখ সেলিম, মহিদুল ইসলাম, পুলিশ সদস্য ইনছান আলী, সহকারী প্রধান শিক্ষক বদরুজ্জামান প্রমুখ। অফিসিয়াল স্কোরারের দায়িত্ব পালন করেন সহকারী প্রধান শিক্ষক শরিফুল ইসলাম।
রেফারির দায়িত্ব পালন করেন শিক্ষক মাসউদ পারভেজ মিলন। ধারাবর্ণনায় ছিলেন শিক্ষক শেখ শাহাজাহান আলী শাহিন ও মিজানুর রহমান। ‘মাস্টার ব্যাডমিন্টন টুর্নামেন্টের’ আহবায়ক এর দায়িত্ব পালন করছেন প্রধান শিক্ষক আজহারুল ইসলাম ও সদস্য সচিব দায়িত্ব পালন করছেন প্রধান শিক্ষক বদরুজ্জামান বিল্পব। মঙ্গলবার সন্ধ্যায় একই ভেন্যুতে সেমি ফাইনাল খেলাগুলি অনুষ্ঠিত হবে।

The post কলারোয়ায় মাস্টার ব্যাডমিন্ট টুর্ণামেন্টের ১ম রাউন্ডের খেলা সম্পন্ন appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3b5LgLJ

No comments:

Post a Comment