Tuesday, March 2, 2021

আশাশুনিতে সাংবাদিকের বাড়িতে হামলা https://ift.tt/eA8V8J

পত্রদূত ডেস্ক: আশাশুনিতে সাংবাদিকের বাড়িতে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকালে নৈকাটি গ্রামের জাহিদ আলী সরদারের পুত্র তরিকুল ইসলাম সরদার ও সাংবাদিক আরিফুলের বাড়িতে এ হামলা চালায়। এঘটনায় তরিকুল ইসলাম বাদি হয়ে থানায় লিখিত অভিযোগ করা করেছেন। বিবাদী নৈকাটি গ্রামের মৃত নুর হোসেন সরদারের পুত্র আব্দুস রাজ্জাক (মিন্টু), সামাদ সরদার, আব্দুস সালাম, আনার সরদার, সামাদের পুত্র মেহেদী হাসান, মিন্টুর পুত্র রাজু সরদার,আনারের পুত্র নয়ন সরদারসহ আরও কয়েকজন বাড়িতে প্রবেশ করে হামলা চালায়।
জানা যায়, বিবাদীরা সরকারি জায়গায় অন্যায়ভাবে ঘরবাড়ি নির্মাণ করছে। কে বা কারা সরকারি সম্পত্তির উপর ঘর বাঁধার বিষয়টি নায়েবকে জানায়। এতে সন্দেহ করে বিবাদীরা ০২-০৩-২০২১ তারিখ সকাল সাড়ে ৮টার দিমোরপিট করে হুমকি দিয়ে চলে যায়। এব্যাপারে প্রশাসনসহ উর্দ্ধতন কর্মকর্তার আশু হস্তক্ষেপ কামনা করা হয়েছে।

The post আশাশুনিতে সাংবাদিকের বাড়িতে হামলা appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3rbPI1h

No comments:

Post a Comment