Saturday, March 6, 2021

দেবহাটায় রান্নাঘর থেকে ৯৮০ বোতল ফেন্সিডিল উদ্ধার: ২ জনের নামে মামলা https://ift.tt/eA8V8J

নিজস্ব প্রতিনিধি: দেবহাটার উপজেলার সদর ইউনিয়নের চররহিমপুরের এক রান্নাঘর থেকে ৯৮০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে বিজিবি। বাড়ির মালিকসহ দুই জনের নামে থানায় মামলা হয়েছে। শনিবার সকাল ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ভাতশালা বিওপি ক্যাম্পের নায়েব সুবেদার আবু তালেবের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করে বিওপির সদস্যরা। এ সময় চররহিমপুর গ্রামের আব্দুল হামিদের পুত্র কামরুল ইসলামের বাড়ির রান্নাঘর থেকে ৯৮০ বোতল ফেন্সিডিল উদ্ধার হয়। পরে উদ্ধারকৃত ফেন্সিডিল ও বাড়ির মালিকসহ ২ জনের নামে দেবহাটা থানায় মামলা দায়ের করা হয়। মামলার অপর আসামী একই গ্রামের সোহাব আলীর পুত্র বাপ্পি সরদার।
এব্যাপারে ভাতশালা বিওপির নায়েব সুবেদার আবু তালেব জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে চররহিমপুর গ্রামের আব্দুল হামিদের পুত্র কামরুল ইসলামের বাড়ির রান্নাঘর থেকে ৯৮০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে।

The post দেবহাটায় রান্নাঘর থেকে ৯৮০ বোতল ফেন্সিডিল উদ্ধার: ২ জনের নামে মামলা appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2MR9PTl

No comments:

Post a Comment