Monday, March 1, 2021

তৃণমূল পর্যায়ের ১০দিনব্যাপী ভলিবল বাছাই ও প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন https://ift.tt/eA8V8J

জাতীয় ক্রীড়া পরিষদের আয়োজনে এবং সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় তৃণমূল পর্যায়ের ক্রীড়া প্রতিভা অন্বেষণে সাতক্ষীরা জেলায় ১০দিনব্যাপী ভলিবল প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন সোমবার বিকাল ৩টায় সাতক্ষীরা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন জাতীয় ক্রীড়া পরিষদ কর্তৃক প্রেরিত প্রশিক্ষক মো. ইমদাদুল হক মিলন। উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক মাহমুদ হাসান মুক্তি, যুগ্ম-সম্পাদক মো. সাইদুর রহমান (শাহীন), নির্বাহী সদস্য রুহুল আমিন, খন্দকার আরিফ হাসান প্রিন্স, শিমুন শামস, জেলা ফুটবল এসোসিয়েশনের কোষাধ্যক্ষ মাসুদ আলী, রাইফেলস ক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, ভলিবল প্রশিক্ষক আব্দুর রশিদসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সকল উপজেলার খেলোয়াড়। ১০দিনব্যাপী ভলিবল প্রশিক্ষণ কার্যক্রমে ১৬জন খেলোয়াড় প্রশিক্ষণ গ্রহণ করবে।

The post তৃণমূল পর্যায়ের ১০দিনব্যাপী ভলিবল বাছাই ও প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/380VaML

No comments:

Post a Comment