Saturday, March 6, 2021

বোয়ালিয়া ব্রিজের উপরে লোহার অ্যাঙ্গেল পাত উপড়ে ওঠায় দুর্ঘটনা বাড়ছে https://ift.tt/eA8V8J

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছা বোয়ালিয়া ব্রিজের এক্সটেনশন জয়েন্ট অ্যাঙ্গেল লোহার পাত উপড়ে উঠে থাকায় যানবহন চলাচলে অসুবিধা ও দুর্ঘটনা ঘটছে। দীর্ঘদিন যাবৎ পাতটি উপরে উঠে থাকায় ঝুঁকি নিয়ে ব্রিজের এক পাশ দিয়ে যানবহন চলাচল করছে।

বোয়ালিয়া ব্রিজটি সাতক্ষীরা জেলার আশাশুনি, দরগাপুর, রাড়–লী জনপদের পাইকগাছা ও খুলনার সাথে যোগাযোগের গুরুত্বপূর্ণ মাধ্যম। প্রতিদিন শত শত ট্রাক, পিকআপ, মাইক্রোবাস, এম্বুলেন্স, প্রাইভেট কার, ইজিবাইক, ইঞ্জিন ভ্যান, মোটর সাইকেলসহ বিভিন্ন যানবহন চলাচল করে। ব্রিজের পাতটি দীর্ঘদিন উপরে উঠে থাকলেও কর্তৃপক্ষ কোন পদক্ষেপ না নেওয়ায় জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে। বোয়ারিয়া ব্রিজের মাঝ বরাবর একটি এক্সটেনশন জয়েন্ট অ্যাঙ্গেল লোহার পাতের উত্তর পাশের অংশ উপরে উঠে উঁচু হয়ে রয়েছে। দিনের বেলায় যানবহন চলাচলে অসুবিধা হলেও রাতের বেলা বেশি দুর্ঘটনা ঘটছে। ব্রিজের উপরে কোন আলো না থাকায় চালকরা লোহার পাতটি ঠিকমত দেখতে না পাওয়ায় পাতের সঙ্গে ধাক্কা খেয়ে দুর্ঘটনার শিকার হচ্ছে। পাইকগাছার মটর সাইকেল চালক শফিকুল জানান, রাতের বেলায় লোহার পাতটি সঙ্গে ধাক্কা খেয়ে পড়ে গিয়ে তিনি আহত হয়েছেন। ইজিবাইক চালক মনিরুল বলেন, লোহার পাতটি ঠিকমত দেখতে না পাওয়ায় ইজিবাইকের সঙ্গে লোহার পাতের ধাক্কা লেগে দুর্ঘটনা কোবলিত হয়। এ বিষয়ে পাইকগাছা উপজেলা প্রকৌশলী হাফিজুর রহমান খাঁন এর কাছে জানতে চাইলে তিনি বলেন, বোয়ালিয়া ব্রিজে লোহার অ্যাঙ্গেল পাতটি দেখার জন্য লোক পাঠানো হবে।

The post বোয়ালিয়া ব্রিজের উপরে লোহার অ্যাঙ্গেল পাত উপড়ে ওঠায় দুর্ঘটনা বাড়ছে appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3t0lS0d

No comments:

Post a Comment