আশাশুনি ব্যুরো: আশাশুনির কুল্যায় নদীর চর দখলের অপরাধে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জানা গেছে, উপজেলার কুল্যা গ্রামের জনেথ চন্দ্র বিশ্বাসের পুত্র সুব্রত বিশ্বাস গত মঙ্গলবার থেকে পার্শ্ববর্তী প্রবাহমান বেতনা নদীর চর থেকে এস্কেভেটর মেশিন দ্বারা মাটি কেটে চর ভরাটি জমি অবৈধভাবে দখল করছিল। এখবরে উপজেলা নির্বাহী অফিসার মু. নাজমুল হুসেইন খাঁন ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালতে সুব্রত বিশ্বাসকে ৫০০০ টাকা জরিমানা করা হয়।
The post আশাশুনির কুল্যায় নদীর চর দখলের অপরাধে জরিমানা appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3tUIbVv
No comments:
Post a Comment