Monday, March 22, 2021

জনকণ্ঠ সম্পাদকের মুত্যুতে সাতক্ষীরা সাংবাদিক ঐক্যের শোক প্রকাশ https://ift.tt/eA8V8J

দৈনিক জনকণ্ঠ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ আতিকউল্লাহ খান মাসুদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সাতক্ষীরা সাংবাদিক ঐক্যের নেতৃবৃন্দ।

সোমবার বর্ষিয়ান সাংবাদিক সুভাষ চৌধুরী প্রেরিত শোকবার্তায় সাতক্ষীরা সাংবাদিক ঐক্য নেতৃবৃন্দ বলেন, ‘আতিকউল্লাহ খান মাসুদ মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার চেতনায় উজ্জীবিত হয়ে দীর্ঘকাল ধরে দেশের একটি গুরুত্বপূর্ণ সংবাদপত্র প্রকাশ ও সম্পাদনা করেছেন। তিনি ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন। রণাঙ্গনের এই বীর মুক্তিযুদ্ধের পরও তার সেই সংগ্রাম অব্যাহত রেখেছিলেন।

তিনি মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে জীবনের প্রতিটি মুহূর্ত ব্যয় করেছেন। প্রগতিশীল বাংলাদেশ বিনির্মাণে তার মৃত্যু এক অপূরণীয় ক্ষতি।’

সাংবাদিক নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
সোমবার ভোর সাড়ে ৫টার দিকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে মারা যান দৈনিক জনকণ্ঠ সম্পাদক আতিকউল্লাহ খান মাসুদ।

ভোরে শ্বাসকষ্টের সমস্যা দেখা দিলে তাকে ওই হাসপাতালে নেওয়া হয়েছিল। তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও নাতি-নাতনি রেখে গেছেন।
আতিকউল্লাহ খান মাসুদ গ্লোব-জনকণ্ঠ শিল্প পরিবারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। প্রেস বিজ্ঞপ্তি

The post জনকণ্ঠ সম্পাদকের মুত্যুতে সাতক্ষীরা সাংবাদিক ঐক্যের শোক প্রকাশ appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3126hBk

No comments:

Post a Comment