Wednesday, March 24, 2021

মুজিব জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে মশক নিধন অভিযান পরিচালনার উদ্বোধন https://ift.tt/eA8V8J

মুজিব জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে মশক নিধন অভিযান পরিচালনার উদ্বোধন করা হয়েছে। সাতক্ষীরা জেলা পরিষদের আয়োজনে বুধবার দুপুরে জেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে এ মশক নিধন অভিযান পরিচালনার উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো.আহসান হাবিব, প্যানেল চেয়ারম্যান সৈয়দ আমিনুর রহমান বাবু, জেলা পরিষদের সদস্য আল ফেরদৌস আলফা, জি এম মতিয়ার রহমান, প্রশাসনিক কর্মকর্তা এস এম খলিলুর রহমান, হিসাবরক্ষক আবু হুরায়রা প্রমুখ।

উল্লেখ্য ১৭ই মার্চ হতে ২৬শে মার্চ ২০২১তারিখ পর্যন্ত ১০ দিনব্যাপী ধারাবাহিকভাবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের জন্য বিভিন্ন কর্মসূচির অংশহিসেবে সপ্তাহব্যাপী ১৮/৩/ ২১ হতে ২৫/৩/২১ পর্যন্ত মশক নিধন অভিযান পরিচালনা করা হবে। এসময় মশক নিধন অভিযান পরিচালনা উদ্বোধনী অনুষ্ঠানে সাতক্ষীরা জেলা পরিষদের বিভিন্ন কর্মকর্তা কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিজস্ব প্রতিনিধি:

The post মুজিব জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে মশক নিধন অভিযান পরিচালনার উদ্বোধন appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/39dNYgO

No comments:

Post a Comment