নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার বকচরায় স্থানীয় মাদক ব্যবসায়ী ও ধর্ষণ মামলার আসামীর বিরুদ্ধে অসহায় পরিবারকে মারপিট ও খুন জখমের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সাতক্ষীরা প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন, বকচরা গ্রামের আব্দুল্লাহ গাজীর স্ত্রী শাহানারা খাতুন। লিখিত অভিযোগে তিনি বলেন, আমরা নিরিহ প্রকৃতির মানুষ হওয়ায় একই এলাকার মো: আফেজ উদ্দীনের পুত্র উঠতি বয়সী কিশোর অপরাধ চক্রের হোতা ইমনের অত্যাচারে আমরা অতীষ্ট হয়ে উঠেছি। ছোট খাটো বিষয়ে প্রায়ই আমাদের মারপিট, গালিগালাজ করতে থাকে। গত কয়েকদিন পূর্বে আমাদের বাড়ি বাচ্চাদের সাথে বাচ্চাদের সাথে বিরোধ হয়। এর জের ধরে গত ২০ মার্চ ২০২১ তারিখ বিকাল ৩টার দিকে ইমনের নেতৃত্বে তার পিতা আফেজ উদ্দিন, ভাই জহুরুল ইসলাম, আফেজ উদ্দীনের স্ত্রী জহুরা, বোনাই শরিফ, শরিফের স্ত্রী শেফালিসহ ৮-১০ জনের একটি সংঘবদ্ধ বাহিনী আমাদের বাড়িতে প্রবেশ করে অতকিত হামলা চালায়। তিনি সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
The post অসহায় পরিবারকে মারপিটের প্রতিবাদে সংবাদ সম্মেলন appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3tQsvTj
No comments:
Post a Comment