মুজিবুর রহমান, পাটকেলঘাটা: তালা উপজেলার ১১টি ইউনিয়নে নির্বাচনের আর মাত্র ১৪দিন বাকী। ইউপি নির্বাচনে প্রার্থীদের পদচারণায় মাঠ সরগরম হয়ে উঠেছে। পাড়া-মহল্লা থেকে শুরু করে হাট-বাজারসহ সবখানে নির্বাচনী উৎসব বিরাজ করছে। চারদিকে নির্বাচনী আলোচনায় মুখর নির্বাচণী উৎসব। পোস্টার ব্যানারে ছেয়ে গেছে উপজেলার গুরুত্বপূর্ণ এলাকা হাট বাজার বিএনপি নির্বাচনে অংশগ্রহন না করলেও বেশিরভাগ ভোটাররা স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করবে বলে শোনা যাচ্ছে। সব মিলিয়ে তালা উপজেলায় ইউপি নির্বাচনে ফুরফুরে আমেজ বিরাজ করছ্।ে
নির্বাচন অফিস সুত্রে জানা গেছে, এই উপজেলায় ৯৯ টি ওয়ার্ডে ৫৯৫টি কক্ষে এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। চেয়ারম্যান পদে ৪৩ জন, মেম্বর পদে ৪৫২ জন এবং সংরক্ষিত নারী আসনে ১৩৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরমধ্যে আওয়ামী লীগ ১১, জামায়াত ৫, বিএনপি ২, জাতীয় পার্টি ৩, ওয়ার্কার্স পার্টি ১, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন ২ জন, ১৯জন স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। উপজেলায় ১১টি ইউনিয়নের মোট ভোটার ২লাখ ৩০ হাজার ৮২৪ জন।
অধিকাংশ ইউনিয়নের দেখা গেছে ক্ষমতাসীন আওয়ামী লীগে একাধিক প্রার্থী স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ গ্রহণ করছেন। অধিকাংশ ইউনিয়নের নতুন প্রার্থীর ছড়াছড়িতে নির্বাচনী মাঠ বেশ জমজমাট হয়েছে। কে কে হবেন আগামী দিনের ১১ ইউনিযনের কান্ডারী । দেশে দ্বিতীয়বারের মতো দলীয় প্রতীকের নির্বাচনে ভোটারদের মধ্যে চলছে চুলচেরা বিশ্লেষণ। প্রার্থী নিজেকে যোগ্যতা প্রমানে নিজ নিজ এলাকায় বিরামহীনভাবে গণসংযোগকালে নানান প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন। কিন্তু ভোটাররা বলছেন অন্যা কথা। সৎ যোগ্য অভিজ্ঞ প্রার্থীকে নির্বাচিত করবেন তারা। উল্লেখ্য, ইউনিয়ন পরিষদ গঠিত হয় ১৯৭৩ সালে। ১৯৯৩ সালে ইউনিয়নের সাবেক ৩টি ওয়ার্ড হতে ৯টি ওয়ার্ড গঠিত হয়েছে
The post তালায় ১১টি ইউনিয়নে নির্বাচনী হাওয়া তুঙ্গে appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/39iObPO
No comments:
Post a Comment