Thursday, March 25, 2021

কালিগঞ্জে ২টি প্রাইভেট কারসহ ভারতীয় ৪৫ পলি গলদা রেনু আটক https://ift.tt/eA8V8J

বিশেষ প্রতিনিধি: কালিগঞ্জে ২টি প্রাইভেট কার (ঢাকা মেট্রো গ ১২-৫৫৯০ ও ঢাকা মেট্রো গ ১৩-৪৯২১) ও ৪৫ পলি ভারতীয় গলদা রেনু পোনা জব্দ করেছে বিজিবি। বৃহস্পতিবার ভোর সাড়ে ৫ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নীলডুমুর বিজিবি ক্যাম্পের হাবিলদার লিটন তালুকদারের নেতৃত্বে অভিযান চালিয়ে ভারত থেকে নিয়ে আসার সময় নুরনগর ও কদমতলার মধ্যবর্তী স্থান থেকে এসব আটক করে বিজিবি। তবে ঘটনার সাথে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি। পরবর্তীতে বিজিবি সদস্যরা প্রাইভেট কারের ভিতরে বস্তার মধ্যে থেকে ৪৫ পলি গলদা রেনু পোনা জব্দ করে বসন্তপুর কাস্টমসে জমা দেয়। কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম বেলা ১টার দিকে জব্দকৃত গলদা রেনু নদীতে উন্মুক্ত করেন।
সহকারী রাজস্ব কর্মকর্তা আলমগীর হোসেন জানান, প্রাইভেট কারসহ জব্দকৃত গলদা রেনু পোনার আনুমানিক ৩৭ লক্ষ ৫০ হাজার টাকা। প্রাইভেট কার দু’টি জব্দ দেখিয়ে মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

The post কালিগঞ্জে ২টি প্রাইভেট কারসহ ভারতীয় ৪৫ পলি গলদা রেনু আটক appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3wacdXk

No comments:

Post a Comment