Friday, March 5, 2021

আশাশুনিতে সাংবাদিকের বাড়িতে হামলা! থানায় অভিযোগ করায় ফের হুমকি https://ift.tt/eA8V8J

আশাশুনি ব্যুরো: আশাশুনিতে সাংবাদিকের বাড়ি হামলার ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের খবরে প্রতিপক্ষের রোষানলে পড়েছে ওই সাংবাদিকসহ তার পরিবার। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার সকালে উপজেলার বুধহাটা ইউনিয়নের নৈকাটি গ্রামে। থানায় লিখিত অভিযোগ ও সরজমিনে ঘুরে জানা গেছে, ওই গ্রামের জাহিদ আলী সরদারের পুত্র সাংবাদিক আরিফুল ইসলামের বসতবাড়ির বিপরীতে সোলিং রাস্তা সংলগ্ন মৃত নুর হোসেন সরদারের পুত্র আব্দুস রাজ্জাক মিন্টু গংদের বসতবাড়ি। মিন্টুরা পাকা বাড়ি নির্মাণের জন্য সম্প্রতি সর্বসাধারণের চলাচলের সোলিং রাস্তা লাগোয়া ড্রেন করেছেন। ওই ড্রেন অনুপাতে পাকা পিলার বা দেয়াল গাথলে অবশ্যই দেখা দৃষ্টিতে তার বর্ষা মৌসুমে ছাদের পানি পড়বে রাস্তায়। তা ছাড়া ভবিষ্যতে ওই রাস্তা পিচ করতে বড় করার প্রয়োজন হলে তা আর মোটেই সম্ভব হবে না। এ খবরে ইউপি সদস্য মতিউর রহমান রাস্তা ছাড়া বিধি মোতাবেক সরিয়ে বাড়ী তৈরীর করার জন্য অনুরোধ করেও কোন ফল হয়নি। পরবর্তীতে কোন না কোনভাবে ইউনিয়ন সহকারি ভূমি কর্মকর্তা (নায়েব) খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে কাজ বন্ধ রেখে রাস্তা ছাড়া কমপক্ষে ৩ ফুট দূরত্ব রেখে ঘর তৈরী করার নির্দেশনা দেন। সে নির্দেশনাকে মিন্টু গংরা বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ঘরের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। কেন মেম্বর বা নায়েব বাড়ি আসল আর ঘর করতে বিধিনিষেধ করল এতে রাস্তার বিপরীতে বসবাসকারী সাংবাদিক আরিফুল গংদের উপর অহেতুক সন্দেহ করে বসে। ইউনিয়ন ভূমি কর্মকর্তা নির্দেশনা দিয়ে ফিরে যাওয়ার পর মঙ্গলবার সকালে মিন্টুর ভাই সামাদ, সালাম, আনারুল, সামাদের পুত্র মেহেদী হাসান, মিন্টুর পুত্র রাজু সরদারসহ তাদের বাড়ির লোকজন লাঠিসোটা নিয়ে একত্রিত হয়ে আচমকা সাংবাদিক আরিফুলের বাড়িতে যেয়ে অকথ্য ভাষায় গালিগালাজ ও হুমকি ধামকি দিতে থাকে। এতে সাংবাদিকের পরিবার বাঁধা দিলে ও সাংবাদিক ঘটনা ভিডিও ধারন করতে গেলে তাকেসহ তার পরিবারকে মারপিট করে ক্যামেরা ভংচুর করতে উদ্ধাত হয়। এ ঘটনায় আরিফুল আইনে আশ্রায় নিতে থানায় একটি অভিযোগ দায়ের করেছে। থানা অফিসার ইনচার্জ মু. গোলাম রহমান বিষয়টি আমলে নিয়ে তার নির্দেশে দারোগা ঘটনাসস্থলে পৌছে তদন্ত করে কাজ বন্ধ রেখে থানায় ওসি সাহেবের সামনে বসার জন্য উভয় পক্ষকে বলে আসেন। এতে মিন্টু গংরা ফুসে উঠে আবারও চলতে ফিরতে সাংবাদিক আরিফুল ও তার পরিবারের লোকজনের প্রতিনিয়ত হুমকি অব্যহত রেখেছে। হুমকিতে আরিফুল ও তার পরিবারের অন্যান্যরা কঠিন নিরাপত্তাহীনতায় ভুগছে বলে তার পরিবার জানান। এ ব্যাপারে সাংবাদিক আরিফুল পুলিশ প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

The post আশাশুনিতে সাংবাদিকের বাড়িতে হামলা! থানায় অভিযোগ করায় ফের হুমকি appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3sXNFhP

No comments:

Post a Comment