Friday, March 5, 2021

কলারোয়ায় মিথ্যা মামলা থেকে ফাইনাল রিপোর্ট পেতে রাজমিস্ত্রীর সংবাদ সম্মেলন https://ift.tt/eA8V8J

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়ায় মিথ্যা মামলা থেকে ফাইনাল রিপোর্ট পেতে থানা পুলিশের সু-দৃষ্টি কামনা করে পৌর সদরের মুরারীকাটি গ্রামের মৃত আব্দুল আজিজ আকুঞ্জির ছেলে আব্দুল মামুন আকুঞ্জি নামে এক রাজমিস্ত্রী সংবাদ সম্মেলন করেছেন।
শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে কলারোয়া প্রেসক্লাবে আব্দুল মামুন তার এবং তার দুই ছেলেকে মিথ্যা মামলা থেকে ফাইনাল রিপোর্ট পাওয়ার জন্য এ সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে তিনি তার লিখিত বক্তব্যে বলেন, তিনি পেশায় একজন রাজমিস্ত্রি এবং তার দুই ছেলে বিল¬াল আকঞ্জি ও রনি আকঞ্জি চা বিক্রেতা। গত ২০২০ সালের ৫ মার্চ মাসে দুপুর আনুমানিক সাড়ে ৩ টার দিকে মুরারীকাটি গ্রামে ক্রিকেট খেলার সময় একই গ্রামের মৃত শহর মোল¬ার ছেলে মুনছুর মোল¬ার ধান ক্ষেতে ক্রিকেট খেলার বল পড়াকে কেন্দ্র করে একটি মারামারি হয়। এঘটনায় ওই দিন মুনছুর মোল্যা বাদি হয়ে একই গ্রামের ১৩ জনের নামে কলারোয়া থানায় একটি মামলা দায়ের করেন। যার নম্বর-৫, জিআর ১০৩। ওই মামলায় তাকে এবং তার দুই ছেলে বিল¬াল ও রনির নাম পূর্ব শত্রুতার জের ধরে হয়রানী করার উদ্দেশ্যে মিথ্যাভাবে ঢুকিয়ে দেওয়া হয়। অথচ ওই দিন মারামারির সময় তিনি পৌর সদরের ঝিকরা গ্রামের রবিউলের বাড়িতে রাজমিস্ত্রির কাজ করে বিকাল ৫টার দিকে বাড়িতে ফিরেন এবং তার দুই ছেলে চায়ের দোকানে চা বিক্রি করছিলেন। যেটি ৮নং মুরারীকাটি ওয়ার্ডবাসী সবাই জানেন।
তিনি আরও বলেন, মামলার বাদী একজন মামলাবাজ, অর্থলোভি এবং প্রতিহিংসাপরায়ণ। এছাড়া তার ছেলে আনিছুর একজন বিজিবি সদস্য। মাঝে মধ্যে তিনি তার কর্মস্থল থেকে আমাদের হুমকি-ধামকি দেয় বলে অভিযোগ করেন। বর্তমানে মামলার বাদী তাদের তিন জনের নাম পুলিশের চার্জশীট থেকে বাদ দিয়ে দিবে বলে তাদের নিকট ১ লক্ষ ৫০ টাকা দাবি করেন। এর আগেই এইভাবে তাদের গ্রামের রাজাউল¬্যা, মোস্তফাসহ একাধিক ব্যক্তির নিকট থেকে এভাবে অর্থ বাণিজ্য করেছে। এমনকি তাদের ভিটা ছাড়া করেছে বলেও লিখিত বক্তব্যে বলেন।
লিখিত বক্তব্যে হতদরিদ্র আব্দুল মামুন আরো বলেন, সম্প্রতি তিনি জানতে পারেন ওই মামলায় চার্জশীট হচ্ছে। এমতাবস্থায় পরলোভী, অর্থলোভি প্রতিহিংসাপরায়ন ও মামলাবাজ মুনছুর মোল্যার হাত থেকে বাঁচার জন্য সংবাদ সম্মেলনের মাধ্যমে মামলাটির সঠিক তদন্ত করে তাদের তিন জনের নাম বাদ দিয়ে আদালতে চার্জশীট দাখিল করতে তদন্তকারী কর্মকর্তা ও থানার অফিসার ইনচার্জের সুদৃষ্টি কামনা করেছেন।

The post কলারোয়ায় মিথ্যা মামলা থেকে ফাইনাল রিপোর্ট পেতে রাজমিস্ত্রীর সংবাদ সম্মেলন appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3kMCJAN

No comments:

Post a Comment