কয়রা (খুলনা) প্রতিনিধি: কয়রার মহেশ্বরীপুর ইউনিয়নের ভিজিডির নতুন তালিকাভুক্তদের দুই মাসের চাল ইতোমধ্যে দেওয়া হলেও বিগত অর্থ-বছরের সুবিধাভোগিদের সঞ্চয়কৃত টাকা ফেরত না দিয়ে নিয়ে নানা তালবাহানা করছেন ইউপি চেয়ারম্যান বিজয় কুমার সরদার। ফলে সুবিধাভোগিদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে। এদিকে ঐ ইউপি চেয়ারম্যান এবারও নির্বাচনে নৌকা না পেয়ে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। অজ্ঞাত কারণে সঞ্চয়কৃত টাকা উপকারভোগীদের নামে ব্যাংক হিসেবে জমার ব্যবস্থা করা হয়নি। অভিযোগ রয়েছে ব্যক্তিস্বার্থের জন্য এমনটি করা হয়েছে। এছাড়া চক্রের সময় পার হলেও আত্মকর্মসংস্থানের জন্য দেয়া হয়নি কোন প্রশিক্ষণ।
গত ২৩ ফেব্রুয়ারি মাসে ভিজিডি চক্রের টাকা ব্যাংকে না রেখে ফেরত পেতে বিলম্ব শিরোনামে খুলনা গেজেটে নিউজ প্রকাশিত হয়। তখন প্রতিবেদকের সাথে ইউপি চেয়ারম্যানের সাথে কথা হলে তিনি ২৪ ফেব্রুয়ারী (১,৩,৫) ওয়ার্ডের টাকা ফেরত দেওয়ার কথা বলেন।
ভিজিডি কার্ডের সুবিধাপ্রাপ্ত একাধিক ব্যক্তির সাথে কথা বলে জানা যায়, তাদের ভিজিডি কার্ডের মেয়াদ শেষ হয়েছে। এখন আর তারা চাল পাচ্ছেন না। তবে চক্র শেষ হলেও এখনো সঞ্চয়কৃত টাকা ফেরত পাননি তারা। কবে সঞ্চয়কৃত টাকা ফেরত পাবেন তা নিয়ে দ্বিধা দ্বন্দ্বে রয়েছেন। এছাড়া চক্র চলাকালে তাদের নামে কোন ব্যাংক এ্যাকাউন্ট খোলা হয়নি। প্রতি মাসে চাল গ্রহণের সময় ২শ’ টাকা করে জমা দিয়েছেন তারা। যা তাদের নামে ব্যাংক এ্যাকাউন্টের ব্যবস্থা করে স্ব স্ব হিসেবে জমা হওয়ার কথা। কিন্তু অজ্ঞাত কারণে ব্যাংক এ্যাকাউন্টে জমা রাখা হয়নি।
আরও জানা যায়, প্রতি মাসে ওই ইউনিয়নের ৫১৩ জন সুবিধাভোগীর প্রত্যেকে ২শ’ টাকা করে মোট ১ লাখ ২ হাজার ৬শ’ টাকা ব্যাংকে জমা হওয়ার কথা ছিল। সে হিসেবে ২ বছরে মোট জমা হওয়ার কথা ছিল ২৪ লাখ ৬২ হাজার ৪শ’ টাকা। অভিযোগ উঠেছে জমাকৃত টাকা জনপ্রতিনিধিরা নিজেদের ব্যক্তি স্বার্থের কারণে উপকারভোগীদের নামে ব্যাংক হিসেবে জমা রাখেননি।
এ ব্যাপারে মহেশ্বরীপুর ইউপি চেয়ারম্যান বিজয় কুমার সরদার বলেন, আমার ইউনিয়নে ভিজিডি উপকারভোগিদের টাকা ফেরত দেওয়া হয়ে গেছে। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার বলেন, মহেশ্বরীপুর ইউপি চেয়ারম্যান সুবিধাভোগিদের টাকা ফেরত দেওয়ার কথা বলে খুলনাতে চলে গেছেন, এখনো তিনি আসেননি।
The post কয়রার মহেশ্বরীপুর ইউনিয়নে ভিজিডি চক্রের টাকা ফেরত পাননি আজও appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3rnwoNz
No comments:
Post a Comment