Wednesday, March 3, 2021

স্ত্রী কখনও স্বামীর দাসী নয়, ভারতের শীর্ষ আদালতের রায় https://ift.tt/eA8V8J

স্ত্রী কখনও স্বামীর দাসী হতে পারেন না, স্বামীর অস্থাবর সম্পত্তিও নয়। ভারতের সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ এই মর্মে একটি রায় দিয়ে বলেছে বিবাহিত সম্পর্কে স্ত্রীর ইচ্ছা-অনিচ্ছা সমান গুরুত্ব দিয়ে দেখতে হবে।
ডিভিশন বেঞ্চের বিচারপতি সঞ্জয় কিষান কাউল এবং হেমন্ত গুপ্ত গোরখপুরের পারিবারিক আদালতের একটি রায় পুনর্বিবেচনা করার সময় এই মন্তব্য করেন। ২০১৯ সালের এক এপ্রিলে গোরখপুরের পারিবারিক আদালত একটি মামলার রায়ে এক তরুণীকে তার স্বামীর সঙ্গে থাকতে বাধ্য করে। বিষয়টি সুপ্রিম কোর্টের আওতায় যায়।
এই মামলার বিচার করতে গিয়েই সুপ্রিম কোর্ট জানায়, স্ত্রীর স্বাধীন মত দেয়ার অধিকার আছে। কোনো স্ত্রীর স্বামীর ঘর করতে অসুবিধা হলে তা নির্ধারণ করার সম্পূর্ণ অধিকার আছে তিনি কোথায় থাকবেন তা স্থির করার। স্ত্রী স্বামীর কেনা দাসী নয় যে স্বামীর সব আচরণ তাকে মেনে নিতে হবে।

The post স্ত্রী কখনও স্বামীর দাসী নয়, ভারতের শীর্ষ আদালতের রায় appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/387Ckn8

No comments:

Post a Comment