কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় এক ইলেকট্রিক দোকানে আগুন লেগে ৩ লক্ষাধিক টাকা মূল্যের মালামাল ক্ষতি সাধিত হয়েছে। সোমবার মধ্যরাতের দিকে পৌর সদরের সরকারি পাইলট হাইস্কুলের প্রাচীর সংলগ্ন মেসার্স আশা ইলেকট্রিক এন্ড রেফ্রিজারেশন ওয়ার্কসপের দোকানে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী আনারুল ইসলাম জানান, রোববার রাত ৮ টার দিকে দোকান বন্ধ করে বাড়ি যান। সোমবার রাত ১২ টার দিকে জানতে পারি দোকানের ভিতর থেকে ধোঁয়া ও আগুনের শিখা বের হচ্ছে। তাৎক্ষণিকভাবে স্থানীয়দের নিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন ও কলারোয়া ফায়ার সার্ভিস স্টেশনের সদস্যদের মোবাইলের মাধ্যমে বিষয়টি জানান। পরে রাত ১টার দিকে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। ফায়ার সর্ভিসের টিম ঘটনাস্থলে কিছু দেরিতে পৌঁছনোয় কোনো কিছু পুড়তে আর অবশিষ্ট ছিলো না। দোকানে থাকা ফ্যান, মটর, এসি, হাউজ ওয়ারিং, ফ্রিজসহ যাবতীয় ইলেকট্রিক সামগ্রী ভস্মীভূত হয়। এতে ৩ লক্ষাধিক টাকার ক্ষতিসাধন হয়েছে। বৈদ্যুতিক শট সার্কিটের কারণে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে জানা যায়। এ ব্যাপারে কলারোয়া থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে বলে আনারুল ইসলাম জানান।
The post কলারোয়ায় ইলেকট্রিক ওয়ার্কশপে অগ্নিকান্ড appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3bUjhOg
No comments:
Post a Comment