Monday, March 22, 2021

শ্যামনগরে ভারতের প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে ডিআইজির যশোরেশ^রী মন্দির পরিদর্শন https://ift.tt/eA8V8J

রনজিৎ বর্মন, সুন্দরবনাঞ্চল (শ্যামনগর): ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী ২৭ মার্চ সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ঈশ^রীপুর যশোরেশ^রীপুর কালী মন্দিরে আগমন উপলক্ষে সার্বিক নিরাপত্তা ও এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে পর্যবেক্ষণ ও সমন্বয় সভা করেন ভারতীয় সহকারী হাই কমিশনার রাজেশ কুমার রায়না।

সোমবার বিকালে ভারতীয় সহকারী হাই কমিশনার মন্দির প্রাঙ্গন, হেলিপ্যাড স্থানসহ অন্যান্য এলাকা ঘুরে ঘুরে দেখেন। পরবর্তীতে মন্দির চত্ত্বরে সার্বিক নিরাপত্তা বিষয়ে সভা করেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল, পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, উপজেলা চেয়ারম্যান এসএম আতাউল হক দোলন, উপজেলা নির্বাহী অফিসার আ. ন. ম আবুজর গিফারী, উপজেলা সহকারী কমিশনার ভূমি মো: শহিদুল্লাহ, শ্যামনগর থানার অফিসার ইনচার্জ নাজমুল হুদা, ঈশ^রীপুর ইউপি চেয়ারম্যান এড. জিএম শোকর আলী, বাংলাদেশ ও ভারতের বিভিন্ন গোয়েন্দা সংস্থার উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, ভারতীয় দূতাবাসের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ প্রমুখ।

সোমবার সকালে সার্বিক নিরাপত্তা ও এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে পর্যবেক্ষণে আসেন বাংলাদেশ পুলিশ খুলনা রেঞ্জের ডিআইজি ড. খ: মহিদ উদ্দিন বিপিএম-বার।
তিনি যশোরেশ^রী মন্দির, হেলিপ্যাড, নবনির্মিত সড়ক সহ অন্যান্য স্থান পরিদর্শন করেন এবং এলাকার সার্বিক নিরাপত্তা ও এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
এসময় উপস্থিত ছিলেন কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাইমেনুর রশিদ, শ্যামনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কাজী মো: শহিদুল ইসলাম প্রমুখ।

The post শ্যামনগরে ভারতের প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে ডিআইজির যশোরেশ^রী মন্দির পরিদর্শন appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3saEsmk

No comments:

Post a Comment