Wednesday, March 24, 2021

কলারোয়া মডেল হাইস্কুলে গণহত্যার স্মৃতিচারণ ও আলোচনা সভা https://ift.tt/eA8V8J

নিজস্ব প্রতিনিধি: কলারোয়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে ২৫ মার্চ গণহত্যার স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ মার্চ) সকাল ১১টার দিকে হাইস্কুলের সভা কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন স্কুলের প্রধান শিক্ষক নুরুল আমিন। বক্তারা সভায় ২৫ মার্চের ভয়াল বীভৎসময় রাতের কথা তুলে ধরে, মুক্তিযুদ্ধেও স্বপক্ষের সরকারের কাছে ‘গণহত্যা দিবসটি’ আন্তর্জাতিক স্বীকৃতি লাভের জন্য জোর দাবি জানান।
পৃথিবীর ইতিহাসের জঘন্যতম গণহত্যার স্মৃতিবিজড়িত ২৫ মার্চের ভয়ালতম রাতের বিভৎসময় হত্যা ও ঘটনার কথা তুলে ধরে অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুর রউফ, বীর মুক্তিযোদ্ধা উপজেলা জাসদ সভাপিত আনোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলী, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ইউনুছ আলী, পাবলিক ইনস্টিটিউট সাধারণ সম্পাদক এড. শেখ কামাল রেজা, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক প্রয়াত শ্যামাপদ শেঠের পুত্র শিক্ষক ও সাংবাদিক দীপক শেঠ প্রমুখ।
স্কুলের সিনিয়র শিক্ষক মোস্তফা বাকী বিল্ল¬াহ শাহীর পরিচালনায় অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষন পাঠ করেন ছাত্র তাফছির হোসেন।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষার্থী হাবিবা সুলতানা বীথি, রেখা রানী দাস, শিক্ষক আবু সাঈদ মাহমুদ, আবেদুর রহমান, কামরুজ্জামান, জেহের আলী, উত্তম কুমার পাল, আব্দুল মান্নান, জিএম মহিউদ্দীন সাদিক, রবিউল ইসলাম, শিক্ষিকা রেহেনা খাতুন, হোসনেয়ারা পারভীন, রোজিনা খাতুন, গোলাম রসুল, মোহাতাদিস বিল¬াহ, আবেদুর রহমান, হাবিবুল ইসলাম ও শরিফুল ইসলামসহ ছাত্র-ছাত্রীবৃন্দ।

The post কলারোয়া মডেল হাইস্কুলে গণহত্যার স্মৃতিচারণ ও আলোচনা সভা appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3ciITGc

No comments:

Post a Comment